সাংবাদিক জাবীদ অপুর উপর হামলার ঘটনায় নিন্দা বিপিজেএরাজ


, আপডেট করা হয়েছে : 28-07-2022

সাংবাদিক জাবীদ অপুর উপর হামলার ঘটনায় নিন্দা বিপিজেএরাজ

রাজশাহী রেলওয়ে স্টেশনে রাজশাহী বিশ^বিদ্যালয়ে ভর্তিচ্ছু

শিক্ষার্থীরা ট্রেনের টিকিট না পেয়ে রেললাইন অবরোধ করে

রাখেন শিক্ষার্থীরা। ঘটনার খবর পেয়ে পেশাগত দায়িত্ব পালনের

অংশ হিসেবে সংবাদ ও ভিডিও সংগ্রহ করতে গেলে জাবীদ

অপুর উপর কে বা কারা ১টি পাথর ছোড়লে সেই পাথরের আঘাতে

আহত হোন বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন

রাজশাহী শাখার সাবেক সভাপতি ও যমুনা টেলিভিশনের

রাজশাহীর সিনিয়র ভিডিও জানালিস্ট জাবীদ অপু ।


পরে অনন্য সহকর্মীরা তাকে উদ্ধার করে করে প্রাথমিক

চিকিৎসা দেন। বর্তমানে জাবীদ অপু নিজ বাসায় বিশ্রামে

রয়েছেন। বুধবার (২৭ জুলাই) ২০২২ সন্ধ্যায় হামলার ঘটনায়

বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার

সভাপতি মোঃ আসাদুজ্জামান আসাদ ও সাধারন সম্পাদক

সামাদ খানের এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।


আমারা মনে করি সাংবাদিক পরিচয় প্রদানের পরেও এ ধরনের

হামলা দেশের স্বাধীন গণমাধ্যমের জন্য হুমকি স্বরূপ। আমরা এই

ঘটনায় তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি।


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার