নামের জোরেই খেলে যাচ্ছেন রোহিত শর্মা!


স্টাফ রিপোর্টার : , আপডেট করা হয়েছে : 01-04-2025

নামের জোরেই খেলে যাচ্ছেন রোহিত শর্মা!

সবশেষ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খুব একটা বড় রান ছিল না রোহিত শর্মার ব্যাটে। টুর্নামেন্ট খেলেছেন ৫ ম্যাচ, করেছেন ১৮০ রান। তবে দলকে চ্যাম্পিয়ন বানানোর কারণে রোহিতের ব্যক্তিগত কম রান করাটা আড়ালে চলে যায়। এমনকি দূরে চলে যায় তার ফর্ম নিয়ে কথাবার্তাও। 


এদিকে চলমান আইপিএলে এসে আরও খারাপ সময় পার করছেন রোহিত। 

এখনো পর্যন্ত ৩ ম্যাচ খেলে করেছেন ২১ রান। চেন্নাইয়ের বিপক্ষে কোনো রান না করেই ফিরেছেন, গুজরাটের বিপক্ষে করেছেন ৮ রান এবং কলকাতার বিপক্ষে করেন ১৩ রান। 


রোহিতকে নিয়ে সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন বলেন, ওর (রোহিতের) নম্বরগুলোর (রানের) দিকে তাকান। মনে রাখা দরকার, আমরা রোহিতকে শুধু ব্যাটসম্যান হিসেবে বিচার করছি। সে এখন আর মুম্বাইয়ের অধিনায়ক নয়। তাই এমন গড়পড়তা নম্বর দিয়ে কারও দলে টিকে থাকার কথা নয়।


রোহিতের নম্বরগুলো এই মুহূর্তে সত্যিই গড়পড়তা। যদি আপনার নাম রোহিত শর্মা না হতো, আপনি এ রকম গড়পড়তা পারফর্ম করার পর দলে জায়গা হারাতেন। রোহিত শর্মার কাছে নিশ্চয়ই আরও বেশি চায় দল। 

পরে রোহিতের অধিনায়কত্ব প্রসঙ্গে ভন বলেন, যদি ও অধিনায়ক হতো, রানটা হয়তো এত বড় ব্যাপার হতো না। কারণ, অধিনায়ক হিসেবে সে নিজের প্রজ্ঞা, কৌশল, ভাবনাচিন্তা যোগ করত, যেটা সে জাতীয় দলে এখনো করে।

মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে অতীতে আমরা সেটা তাকে করতে দেখেছি। কিন্তু এখন যেহেতু সে মুম্বাইয়ের অধিনায়ক নয়, ওকে স্রেফ রান দিয়েই বিচার করতে হবে এবং সেখানে ওকে নিশ্চিতভাবেই অনেক উন্নতি করতে হবে।


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার