ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের নির্বিচার হামলা ও গণহত্যার প্রতিবাদে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ, মানববন্ধন ও ধর্মঘট করেছেন শিক্ষার্থী, রাজনৈতিক দলগুলোর নেতাকর্মী ও সাধারণ মানুষ। কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করেছেন।
সোমবার (৭ এপ্রিল) সকাল থেকে ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এদিন সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিস কার্যক্রম বন্ধ রাখা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বুয়েট, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, ইডেন কলেজ, নর্থসাউথ বিশ্ববিদ্যালয়, ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজ নিজ ক্যাম্পাসে ও সড়কে অবস্থান নেন।
বিশেষ করে রাজু ভাস্কর্য, টিএসসি, নিউমার্কেট, বসুন্ধরা আবাসিক এলাকা, সায়েন্সল্যাব, গুলশান, বাড্ডা, মিরপুর-১২, উত্তরা, বারিধারাসহ রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। মার্কিন দূতাবাসের সামনেও শিক্ষার্থীরা অবস্থান নিয়ে ইসরায়েলবিরোধী স্লোগান দেন।
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর শিক্ষার্থীরা মিরপুরে, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাড্ডায়, ইডেন কলেজের শিক্ষার্থীরা নিউমার্কেটে এবং ঢামেকসহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শহীদ মিনার ও টিএসসি চত্বরে বিক্ষোভ করেন।