ইউরোপীয় ফুটবলে দর্শকদের প্রায়ই দেখা যায় বিভিন্ন বিষয়ের ওপর বিশাল বিশাল ব্যানার নিয়ে গ্যালারিতে হাজির হতে। এর কেতাবি নাম ‘টিফো’। এমন কিছুর দেখা সাধারণত ক্রিকেটে মেলে না।
তবে কলকাতার ইডেন গার্ডেন্সে নাইট রাইডার্সের ভক্তরা সে বিরলপ্রায় নজিরই দেখাল। কেকেআর বনাম লখনৌ সুপার জায়ান্টস ম্যাচের আগে কেকেআর ভক্তরা নিয়ে এলেন এক অসাধারণ টিফো।
শাহরুখ খান ও দল কেকেআরের প্রতি শ্রদ্ধা জানাতেই ছিল এই বিশেষ আয়োজন। এই টিফোটি ডিজাইন করা হয়েছিল জনপ্রিয় নেটফ্লিক্স সিরিজ ‘মানি হেইস্ট’–এর থিমে। সেই থিমকে মিলিয়ে কেকেআর ও তাদের মালিক শাহরুখ খানকে সম্মান জানানো হয়।
সে সিরিজে প্রধান চরিত্র ছিলেন প্রফেসর সের্হিও মারকিনা। সে চরিত্রে দেখানো হয় শাহরুখকে। তার সামনে ছিল তিনটি আইপিএল শিরোপা। ২০১২, ২০১৪, ২০২৪ সালে জেতা শিরোপাগুলো রাখা ছিল সামনে।
তবে গতকাল ম্যাচটা অবশ্য ভালো কাটেনি কলকাতার। লখনৌ সুপার জায়ান্টসকে শুরুতে ব্যাট করতে পাঠিয়ে দলটা হজম করে ২৩৮ রান। জবাবে অজিঙ্কা রাহানে, ভেঙ্কটেশ আইয়ার, আর রিঙ্কু সিংয়ের ব্যাটে চড়ে ২৩৪ রানই করতে পারে দলটা। ম্যাচ হারে ৪ রানে।