করোনায় এক জনের মৃত্যু, শনাক্ত ৩৫৫


, আপডেট করা হয়েছে : 29-07-2022

করোনায় এক জনের মৃত্যু, শনাক্ত ৩৫৫

দেশে গত একদিনে কোভিডে আক্রান্ত হয়ে এক জনের মৃত্যু হয়েছে। এই সময় নতুন করে আক্রন্ত হয়েছে ৩৫৫ জন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ২৯ হাজার ২৮৫ জন এবং শনাক্তের সংখ্যা দাঁড়ালো ২০ লাখ ৪ হাজার ৫৪৩।

শুক্রবার (২৯ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এর আগে গতকাল শনাক্ত রোগীর সংখ্যা ছিল ৬১৮। সেই হিসাবে শনাক্ত হওয়া রোগীর সংখ্যা কিছুটা কমেছে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৬ হাজার ২৪টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৬ হাজার ৮৩টি। এখন পর্যন্ত ১ কোটি ৪৫ লাখ ৯৭ হাজার ৬৬১টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৫ দশমিক ৮৪ শতাংশ। আর করোনা শনাক্তের শুরু থেকে এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৩ শতাংশ।

আর শনাক্ত বিবেচনায় এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৯৬ দশমিক ৮২ শতাংশ রোগী। তবে এর মধ্যে মারা গেছেন ১ দশমিক ৪৬ শতাংশ।


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার