রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৮৪ বার পেছোলো


, আপডেট করা হয়েছে : 17-04-2025

রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৮৪ বার পেছোলো

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৮৪তম বার পেছোলো। তদন্ত প্রতিবেদন আগামী ১৮ মের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) এই নির্দেশ দেন আদালত।


মামলার তদন্ত কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার রায়হান উদ্দিন খান আদালতে আজ প্রতিবেদন দাখিল না করায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান প্রতিবেদন দাখিলের জন্য নতুন এ দিন ধার্য করেন।


২০১৬ সালের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে থাকা বাংলাদেশ ব্যাংকের হিসাব থেকে ১০১ মিলিয়ন ডলার চুরির ঘটনা ঘটে। ম্যানিলাভিত্তিক রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশনের (আরসিবিসি) বিভিন্ন অ্যাকাউন্টে অন্তত ৮১ মিলিয়ন ডলার স্থানান্তর করা হয়।


এ ঘটনায় ২০১৬ সালের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্টের উপপরিচালক জোবায়ের বিন হুদা বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে মতিঝিল থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইনে একটি মামলা করেন।


এ পর্যন্ত বাংলাদেশ আরসিবিসি থেকে ১৫ মিলিয়ন ডলার উদ্ধার করেছে এবং শ্রীলঙ্কার একটি ব্যাংকে আরও ২০ মিলিয়ন ডলার পাঠিয়েছে।


২০২২ সালের ১ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংক ৬৬ মিলিয়ন ডলার চুরি হওয়া তহবিল উদ্ধারের জন্য মার্কিন আদালতে রিজাল ব্যাংকের বিরুদ্ধে মামলা করে।


এদিকে ২০২৩ সালের ২ মার্চ নিউইয়র্ক সুপ্রিমকোর্ট ৮১ মিলিয়ন ডলার চুরির ঘটনায় বাংলাদেশ ব্যাংকের করা মামলাটি এগিয়ে নেওয়ার অনুমতি দিলেও আরসিবিসির বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ খারিজ করে দেয়।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার