গাজীপুরের টঙ্গীতে মালিহা আক্তার (৬) ও মো. আবদুল্লাহ (৪) নামের দুই ভাই-বোনকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। আজ শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে টঙ্গীর আরিচপুর জামাইবাজার এলাকার একটি ফ্ল্যাট বাসা থেকে এই দুই শিশুর রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ।
মালিহা আক্তার ও মো. আবদুল্লাহর বাবার নাম আবদুল বাতেন মিয়া। তিনি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থানার তাতুয়াকান্দি এলাকার বাসিন্দা। পরিবার নিয়ে আরিচপুর জামাইবাজার এলাকার সেতু ভিলা নামের আটতলা একটি ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে ভাড়া থাকেন বাতেন মিয়া।
পুলিশ জানায়, ফ্ল্যাটটির মেঝেতে পাশাপাশি দুই শিশুর মরদেহ পড়ে ছিল। গলা, বুক, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে ক্ষতচিহ্ন রয়েছে। ঘরের মেঝে রক্তে ভেসে গেছে।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদুল ইসলাম জানান, শুক্রবার দুপুরের পর বাতেন মিয়া বাসা থেকে স্থানীয় একটি মার্কেটে যান বলে জানিয়েছেন।বিকেল সাড়ে ৫টার দিকে হঠাৎ মুঠোফোনে খবর পান তাঁর ছেলে ও মেয়েকে কে বা কারা কুপিয়ে হত্যা করে পালিয়ে গেছে। অন্যদিকে তাদের মা সাহেলা বেগম বলছেন, তিনি দুপুরের পর নিজের ঘরে ঘুমিয়ে ছিলেন। ঘুম থেকে উঠে দেখেন তার ছেলে ও মেয়েকে কে বা কারা কুপিয়ে হত্যা করে পালিয়ে গেছে। এই দম্পতির তিন সন্তানের মধ্যে বড় মেয়ে ছিলেন নানার বাড়িতে।
ওসি আরও বলেন, দুই শিশুকে হত্যার ঘটনাটি রহস্যজনক মনে হচ্ছে। মা–বাবার কথাবার্তায় অসংলগ্নতা রয়েছে, যে কারণে তাঁদের দুজনকেই পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।