বিশ্বজুড়ে আরও মাঙ্কিপক্স শনাক্তের আশঙ্কা বিশ্ব স্বাস্থ্য সংস্থার


, আপডেট করা হয়েছে : 22-05-2022

বিশ্বজুড়ে আরও মাঙ্কিপক্স শনাক্তের আশঙ্কা বিশ্ব স্বাস্থ্য সংস্থার

বিশ্বজুড়ে আরও মাঙ্কিপক্স শনাক্তের আশঙ্কা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এরই মধ্যে সংস্থাটি দেশে দেশে নজরদারি বাড়িয়েছে, বিশেষ করে যেখানে সাধারণত এ রোগটি পাওয়া যায় না। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।


জানা গেছে, ১২টি দেশে ৯২ জনের দেহে মাঙ্কিপক্স এরই মধ্যে শনাক্ত হয়েছে। তাছাড়া সন্দেহের পর্যায়ে রয়েছে ২৮ জন। জাতিসংঘের সংস্থাটি এ বিষয়ে আরও গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা ও সুপারিশ করবে। কীভাবে রোগটির ছড়িয়ে পড়া কমানো যায় সে ব্যাপারে।


ডব্লিউএইচও জানায়, মানুষ থেকে মানুষের দেহে সংক্রামক রোগটি ছড়াতে পারে। যাদের দেহে রোগটি আছে তাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে মিশলে এটি হয়।


আফ্রিকার পর ইউরোপ ও আমেরিকায় ছড়িয়ে পড়ছে বিরল রোগ মাঙ্কিপক্স। সম্প্রতি বেশ কয়েকটি দেশে তরুণদের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। বিশেষ করে ফ্রান্স, ইতালি, যুক্তরাষ্ট্র, কানাডা, স্পেন, পর্তুগাল ও যুক্তরাজ্যে।


বিরল এ রোগে সর্বশেষ রোগী শনাক্ত হয়েছে ফ্রান্স, ইতালি, সুইডেন ও অস্ট্রেলিয়ায়ও।


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার