রাজশাহীতে ২ আ. লীগ নেতাসহ গ্রেপ্তার ২৫ জন


, আপডেট করা হয়েছে : 19-04-2025

রাজশাহীতে ২ আ. লীগ নেতাসহ গ্রেপ্তার ২৫ জন

রাজশাহীতে দুই আওয়ামী লীগ নেতাসহ ২৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশের যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তার হওয়া আওয়ামী লীগ নেতারা হলেন সাহাবুল ইসলাম কমল (৩২) ও মো. মোকশেদউল আলম ওরফে সুমন (৫০)। তাঁদের মধ্যে সাহাবুল ইসলাম কমল মহানগরীর মতিহার থানার বাজে কাজলা এলাকার মৃত আবুল কালামের ছেলে এবং ২৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। অপরদিকে, মোকশেদউল আলম সুমন বোয়ালিয়া মডেল থানার মিয়াপাড়া এলাকার মৃত আবুল হোসেনের ছেলে এবং মহানগর তাঁতী লীগের সাবেক সাধারণ সম্পাদক।


আরএমপির মুখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সাবিনা ইয়াসমিন জানান, পুলিশের অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ওই দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া বাকি ২৩ জনের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ৬ জন, মাদক মামলায় ১১ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ৬ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার