ইসরায়েলের বর্বরোচিত হামলায় ফিলিস্তিনে সাংবাদিক নিহতের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন করেছে বাংলাদেশ সাংবাদিক সংস্থা। শনিবার (১৯ এপ্রিল) সকাল ১১টায় নগরীর জিরোপয়েন্টে এ মানববন্ধনে অংশ নেন রাজশাহীতে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।
বাংলাদেশ সাংবাদিক সংস্থা, রাজশাহী মহানগরের সভাপতি গুলবার আলী জুয়েলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোস্তাফিজ রকির সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের আহ্বায়ক সরকার শরিফুল ইসলাম, সদস্য সচিব মো. আফজাল হোসেন, প্রতিষ্ঠাতা রফিক আলমসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, “ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যা ও সাংবাদিকদের লক্ষ্য করে বর্বর হামলায় আমরা মর্মাহত ও বাকরুদ্ধ।” তারা জানান, ৮ এপ্রিল পর্যন্ত গাজায় ইসরায়েলি হামলায় ২১১ জন সাংবাদিক নিহত হয়েছেন।
এসময় বক্তারা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও এই আগ্রাসনের সঙ্গে জড়িত ব্যক্তিদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আওতায় এনে বিচারের দাবি জানান। পাশাপাশি মুসলিম বিশ্বের নেতাদের প্রতি আহ্বান জানান, যেন তারা ইসরায়েলের সঙ্গে সকল চুক্তি বাতিল ও কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেন।