ইয়েমেনে মার্কিন বাহিনীর ফের মুহুর্মুহু হামলা, নিহত ১২


, আপডেট করা হয়েছে : 21-04-2025

ইয়েমেনে মার্কিন বাহিনীর ফের মুহুর্মুহু হামলা, নিহত ১২

ইয়েমেনের রাজধানী সানায় ফের ব্যাপক বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। সোমবার সকালে ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুথির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৩০ জন। খবর আরব নিউজ ও আল জাজিরার। 


হুথি পরিচালিত সাবা নিউজ এজেন্সি মন্ত্রণালয়ের বরাত দিয়ে বলেছে, আমেরিকান শত্রুদের রাতভর হামলায় হতাহতের ঘটনা ঘটেছে। সানার ফারওয়া জেলার একটি আবাসিক জোন এবং একটি বাজারে এই হামলা হয়েছে।  


এ ছাড়া মারিব মারিব প্রদেশ, পশ্চিমে হোদেইদা এবং উত্তরে হুথিদের ঘাঁটি সাদায়েও হামলা হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। 


মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় বসার পর ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে অভিযানের ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। এরপর থেকে গত মাস থেকে ইয়েমেনে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে মার্কিন বাহিনী। 


এর আগে গত বৃহস্পতিবার ইয়েমেনের রাস ইসা জ্বালানি বন্দরে ব্যাপক হামলা চালায় যুক্তরাষ্ট্র। এতে নিহত হয় ৮০ জন। আহত হয়েছে ১৫০ জনের বেশি। জাতিসংঘের সেক্রেটারি জেনারেল শনিবার বলেছেন, মার্কিন হামলায় তিনি গভীরভাবে উদ্বিগ্ন। 



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার