উইজডেনের বর্ষসেরা বুমরাহ, সঙ্গে আরেক ভারতীয়


, আপডেট করা হয়েছে : 22-04-2025

উইজডেনের বর্ষসেরা বুমরাহ, সঙ্গে আরেক ভারতীয়

বিশ্বের অন্যতম সম্মানজনক ক্রিকেট প্রকাশনা উইজডেন ক্রিকেটার্স অ্যালমানাকের সর্বশেষ সংস্করণে বছরের সেরা ক্রিকেটার হিসেবে স্বীকৃতি পেয়েছেন ভারতের জসপ্রিত বুমরাহ ও স্মৃতি মান্ধানা।


পুরুষদের বিভাগে ৩১ বছর বয়সী পেসার বুমরাহ এই সম্মান পেয়েছেন তার অসাধারণ ২০২৪ সালের পারফরম্যান্সের জন্য। সব ফরম্যাটেই দারুণ খেলেছেন তিনি। বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের শিরোপা জয়ে তিনি ছিলেন প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট।


উইজডেন লিখেছে, ‘ভারতীয় ক্রিকেটের ঘটনাবহুল বছরে তাদের সাফল্য প্রায় পুরোপুরি নির্ভর করেছে একটি বিষয়ের ওপর—বুমরাহর হাতে বল ছিল কি না। ২০২৪ সালে যেভাবে তিনি নিজেকে আলাদা করে তুলেছেন, খুব কম ক্রিকেটারই তা পেরেছে।’


নারী ক্রিকেটারদের মধ্যে এই মর্যাদা পেয়েছেন ওপেনার স্মৃতি মান্ধানা। ২০২৪ সালে তিনি পাঁচটি সেঞ্চুরি হাঁকিয়েছেন, যার চারটিই ছিল একদিনের আন্তর্জাতিক ম্যাচে। শুধু আন্তর্জাতিক ক্রিকেটেই নয়, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও ছিল তার দাপট। তার নেতৃত্বেই র‍য়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু প্রথমবারের মতো উইমেনস প্রিমিয়ার লিগ জিতেছে।


বিশ্বের সেরা টি-টোয়েন্টি খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার নিকোলাস পুরান। এছাড়া, উইজডেনের ‘বর্ষসেরা পাঁচ ক্রিকেটার’-এর তালিকায় জায়গা করে নিয়েছেন ইংল্যান্ডের গাস অ্যাটকিনসন, জেমি স্মিথ, সোফি একলস্টোন, লিয়াম ডসন ও ড্যান ওর‍্যাল।


১৮৬৪ সাল থেকে প্রকাশিত হয়ে আসছে উইজডেন ক্রিকেটার্স অ্যালমানাক। ক্রিকেট জগতে এই প্রকাশনা ‘ক্রিকেটের বাইবেল’ নামেই পরিচিত। 



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার