বিএনপি নেতার বাড়ির সামনে ককটেল বিস্ফোরণ


স্টাফ রিপোর্টার : , আপডেট করা হয়েছে : 23-04-2025

বিএনপি নেতার বাড়ির সামনে ককটেল বিস্ফোরণ

রাজশাহীতে বিএনপি নেতার বাড়ির সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এছাড়া বাড়ির সামনে দেশীয় অস্ত্র (হাঁসুয়া) পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে।  


মঙ্গলবার (২২ এপ্রিল) ভোররাতে পবা উপজেলার কাশিয়াডাঙ্গার নবগঙ্গা এলাকার রফিকুল ইসলামের বাড়ির সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। রফিকুল ইসলাম জিয়া সাংস্কৃতিক সংগঠনের রাজশাহী জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক।

এই ঘটনায় মঙ্গলবার বেলা ১১টার দিকে কাশিয়াডাঙ্গা থানায় লিখিত অভিযোগ করেছেন রফিকুলের বড়ভাই সাগর হোসেন। এতে নবগঙ্গা এলাকার এনামুলের ছেলে নাইস হোসেন (২৫) ও একই এলাকার কালামের ছেলে মো. আরিফসহ (৩০) অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জনকে অভিযুক্ত করা হয়েছে। 


অভিযোগ সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জেরে সোমবার (২১ এপ্রিল) কাশিয়াডাঙ্গার বালিয়ায় লিমনের চায়ের দোকানের সামনে নাঈম ও আরিফ তার (সাগর) চাচাতো ভাই মো. আপনের সঙ্গে ধুমপান করাকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। একই তারিখ রাত ৩টার দিকে নবগঙ্গা গ্রামে তার (সাগর) বসতবাড়ির সামনে নাঈম ও আরিফসহ আরো অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জন এসে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। গালিগালাজের একপর্যায়ে বাড়ির গেটের সামনে একটি ককটেল বিস্ফোরণ করে এবং হুমকিসহ বিভিন্ন ভয়ভীতি প্রদান করে তারা চলে যায়। 

রফিকুল ইসলাম বলেন, তিনি ও তার বড়ভাই একই বাড়িতে থাকেন। ভোররাত ৩টার দিকে বিকট শব্দ শুনে ঘুম ভাঙে। পরে দেখতে পান কয়েক জন দৌড়ে পালিয়ে যাচ্ছেন। তাদের মধ্যে কয়েকজনকে চিনতে পারেন তারা।


তিনি আরও বলেন, গতকাল সোমবার বিকেলে একটি ঘটনা ঘটে। তিনি বাড়ি ছিলেন না। তখন তার বড়ভাই বিষয়টি সমাধান করে দেন। কিন্তু এটা তাদের ভালো লাগেনি। তারা আওয়ামী লীগের রাজনীতি করতো। এখন বিএনপির ছত্রছায়ায় এসে রাজনীতি করছে। এ ঘটনায় তিনি তার বড়ভাইকে দিয়ে থানায় অভিযোগ করিয়েছেন।

এ বিষয়ে কাশিয়াডাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল বারী ইবনে আব্দুল জলিল বলেন, এ ঘটনায় থানায় অভিযোগ হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার