রাজধানীতে দিনদুপুরে স্বর্ণের দোকানে চুরি


, আপডেট করা হয়েছে : 30-07-2022

রাজধানীতে দিনদুপুরে স্বর্ণের দোকানে চুরি

রাজধানীর মিরপুরের রূপনগরে দিনদুপুরে একটি স্বর্ণের দোকানে চুরির ঘটনা ঘটেছে। দোকানের নাম নিউ বিসমিল্লাহ জুয়েলার্স। দুর্বৃত্তরা দোকান থেকে ৪০ ভরি স্বর্ণ, ৫০ ভরি রুপা লুট করে নিয়ে গেছে।

রূপনগর আবাসিক এলাকার রজনিগন্ধা মার্কেটের ১০ নম্বর দোকানে শুক্রবার জুমার নামাজের সময় ঘটনাটি ঘটে। 

এ ঘটনায় শনিবার রূপনগর থানায় অজ্ঞাত ৫-৭ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন দোকান মালিক আফজাল হোসেন।    

মামলার অভিযোগে দোকান মালিক জানান, শুক্রবার ১টা ১০ মিনিটে দোকানে তালা মেরে মার্কেটের পাশের মসজিদে জুমার নামাজ আদায় করতে বের হন তিনি। নামাজ শেষে মসজিদের সামনে পেয়ারা কেনার সময় অজ্ঞাত এক ব্যক্তি তাকে (আফজাল) জানান দোকানের সাঁটার উঠানো। তিনি দোকানে গিয়ে দেখেন দোকানের সাঁটারের তালা ভাঙা। স্বর্ণের খালি বক্স এলোমেলোভাবে ছড়ানো ছিটানো। এরপর সিসিটিভি ফুটেজে পর্যবেক্ষণ করে দেখতে পান অজ্ঞাত ৫-৭ জন দুপুর দেড়টার দিকে দোকানে ঢুকে লুটপাট চালায়। 

মামলার অভিযোগে তিনি আরও জানান, চোরেরা ৪০ ভরি ওজনের ৫০টি স্বর্ণের আংটি, কানের রিং, ঝুমকা ও পাশা মিলিয়ে ১১৭টি, চেইন ১৫ টি, লকেট ২৭টি, ব্রেসলেট ৬টি, নাকফুল ৭০টি এবং বিভিন্ন ডিজাইনের ৫০ ভরি ওজনের রুপার গহনা নিয়ে পালিয়ে যায়।  

রূপনগর থানার ওসি আরিফুর রহমান সর্দার বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। কাউকে গ্রেফতার করা যায়নি। অভিযান চলছে। 


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার