টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, তানজিমের অভিষেক


, আপডেট করা হয়েছে : 28-04-2025

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, তানজিমের অভিষেক

সিরিজ হার এড়াতে চট্টগ্রামে টস ভাগ্য পক্ষে আসেনি বাংলাদেশের। টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে সফরকারী জিম্বাবুয়ে। ব্যাকফুটে থাকা বাংলাদেশ অনুমিতভাবেই এই টেস্টের একাদশে এনেছে তিন বদল।


চট্টগ্রামে টেস্ট অভিষেকের সামনে দাঁড়িয়ে তানজিম হাসান সাকিব। সকালে মাঠে এসেই রানআপের দূরত্ব মেপে নিয়েছেন তরুণ পেসার। পরে গা গরম করে পাশের উইকেটে বেশ কিছুক্ষণ বোলিং করেন তিনি।


বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে সোমবার (২৮ এপ্রিল) সকাল ১০টায় শুরু হবে দ্বিতীয় টেস্ট।


বিব্রতকর পরাজয়ে সিরিজ শুরুর পর এবার আরও তলানিতে নেমে যাওয়ার শঙ্কায় বাংলাদেশ। চট্টগ্রাম টেস্টেও হেরে গেলে জিম্বাবুয়ের বিপক্ষে ২১ বছর পর সিরিজ হারের তেতো স্বাদ পাবে তারা। তাই সিরিজ বাঁচাতে ঘুরে দাঁড়ানোয় আশায় নামবে নাজমুল হোসেন শান্তর দল।


এদিকে সিলেট টেস্টের পুরোটা জুড়েই ছিল বৃষ্টির চোখরাঙানি। সাগরিকায় এখন পর্যন্ত তেমন শঙ্কা নেই। ম্যাচের দিন সকাল থেকেই ঝলমলে রোদ। সামনের চার দিনেও প্রকৃতির বাগড়া পড়ার শঙ্কা নেই তেমন।


বাংলাদেশ একাদশ: এনামুল হক বিজয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, জাকের আলি অনিক, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও হাসান মাহমুদ।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার