রাইফেল নিয়ে যুক্তরাষ্ট্রে নতুন বিল পাশ


, আপডেট করা হয়েছে : 31-07-2022

রাইফেল নিয়ে যুক্তরাষ্ট্রে নতুন বিল পাশ

মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ কয়েক দশকের মধ্যে প্রথমবার আধা-স্বয়ংক্রিয় রাইফেলের বহনে নিষেধাজ্ঞা বিল পাশ করেছে।

আধা-স্বয়ংক্রিয় রাইফেল নিষিদ্ধে আরও একধাপ এগিয়ে গেল যুক্তরাষ্ট্র। তবে এখন উচ্চকক্ষ সিনেটে বিলটি পাশ হলেই তা উঠবে প্রেসিডেন্ট জো বাইডেনেরে টেবিলে।

প্রেসিডেন্টের সই পেলেই বিলটি হয়ে যাবে আইন। ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টি মনে করছে, এই আইন যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতার লাগাম টানতে পারবে।

বিলেটির ওপর ভোটাভুটি হয় শুক্রবার। পক্ষে ২১৭টি এবং বিপক্ষে ২১৩টি ভোট পরে। বিরোধী রিপাবলিকান পার্টির দুই সদস্য নিষিদ্ধের পক্ষে ভোট দেয়।

সংসদের স্পিকার ন্যান্সি পেলোসি বিলটিকে ‘দেশে বন্দুক সহিংসতার ভয়াবহ মহামারির বিরুদ্ধে আমাদের চলমান লড়াইয়ে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ’ বলে অভিহিত করেছেন। আলজাজিরা।


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার