পাল্টা আক্রমণ নিয়ে গুঞ্জনের মধ্যেই প্রতিরক্ষা সচিবের সঙ্গে মোদির বৈঠক


, আপডেট করা হয়েছে : 05-05-2025

পাল্টা আক্রমণ নিয়ে গুঞ্জনের মধ্যেই প্রতিরক্ষা সচিবের সঙ্গে মোদির বৈঠক

পেহেলগামে সশস্ত্র হামলার পর ভারত কীভাবে প্রতিক্রিয়া জানাবে, তা নিয়ে জল্পনা-কল্পনার মধ্যেই দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোমবার (৫ মে) প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিংয়ের সঙ্গে দেখা করেছেন। সূত্রের বরাতে এনডিটিভি এমনটাই জানিয়েছে।


প্রতিবেদনে বলা হয়, এই বৈঠকটি আধ ঘণ্টারও বেশি সময় ধরে চলে। মোদি বিমানবাহিনী প্রধান অমর প্রীত সিংয়ের সঙ্গে দেখা করার একদিন পরই এই বৈঠকটি হলো।


এনডিটিভির প্রতিবেদন অনুসারে, সন্ত্রাসী হামলায় জড়িত থাকার সন্দেহে পাকিস্তানের বিরুদ্ধে কীভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, তা কেন্দ্র করে পর্যালোচনা চলছে। মোদি ইতোমধ্যেই সেনা ও নৌ-বাহিনীর সঙ্গেও বৈঠক করেছেন।


প্রতিবেদনে আরও বলা হয়েছে, পেহেলগামে সশস্ত্র সন্ত্রাসীরা ২৫ জন পর্যটক এবং একজন কাশ্মীরিকে ঠাণ্ডা মাথায় হত্যার পর ১২ দিন পেরিয়ে গেছে। এ নিয়ে দেশব্যাপী ক্ষোভের সৃষ্টি হয়েছে। মোদি সতর্ক করে দিয়েছেন, হামলা চালানো এবং ষড়যন্ত্রকারীদের এমন শাস্তি দেওয়া হবে, যা তারা কল্পনাও করতে পারবে না।


গত কয়েকদিন ধরে মোদি, অমিত শাহ, রাজনাথ সিং, শীর্ষ মন্ত্রী এবং দেশটির নিরাপত্তা সংস্থার কর্মকর্তারা একাধিক বৈঠক করেছেন।


ভারতের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে একটি বিস্তৃত ইঙ্গিত দিয়ে দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং গতকাল রোববার জাতির উদ্দেশে বলেছেন, মোদির নেতৃত্বে 'আপনারা যা চান, তা অবশ্যই ঘটবে। একটি জাতি হিসেবে ভারতের ভৌত নিরাপত্তা সর্বদা আমাদের সাহসী সৈন্যদের দ্বারা নিশ্চিত করা হয়েছে... প্রতিরক্ষামন্ত্রী হিসেবে, দেশের সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমার সৈন্যদের সাথে কাজ করা আমার দায়িত্ব এবং যারা আমাদের দেশকে হুমকি দেয়, তাদের উপযুক্ত জবাব দেওয়া আমার কর্তব্য'



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার