কর্ণফুলীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৩


, আপডেট করা হয়েছে : 17-05-2025

কর্ণফুলীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৩

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার জুলধায় মধ্যরাতে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

 

শুক্রবার (১৭ মে) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার জুলধা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সুলতান বাপের বাড়ি এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়।

 

এতে অংশ নেয় ১২ থেকে ১৫ জন যুবক, মিছিলটি মাত্র ৩ থেকে ৪ মিনিট স্থায়ী ছিল।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ কয়েকজন যুবক ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা আসবে দেশে, বীরের বেশে’— এ ধরনের স্লোগান দিয়ে মিছিল করে।

 

মিছিলের নেতৃত্বে ছিলেন ছাত্রলীগ নেতা ফয়সাল, যিনি জুলধা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মো. মুছার ভাতিজা এবং গত ১১ ফেব্রুয়ারি গ্রেফতার হওয়া আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নুরের ছেলে।

 

ঘটনার পরপরই কর্ণফুলী থানা পুলিশ অভিযান চালিয়ে ২২ বছর বয়সী ফারহানসহ তিনজনকে আটক করে। ফারহান সদ্য গ্রেপ্তার হওয়া আব্দুল মালেক প্রকাশ ঘোড়া মালেকের ছেলে বলে জানা গেছে। তবে বাকিদের পরিচয় এখনো জানা যায়নি।

 

একাধিক সূত্র জানায়, স্থানীয় কয়েকজন কিশোর ও যুবক মজা করে ছাত্রলীগ স্টাইলে স্লোগান দিয়ে মিছিল করে এবং সেটি ফেসবুকে ছড়িয়ে পড়ে। পরে বিষয়টি প্রশাসনের নজরে আসে।

 

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, ঘটনার খবর পেয়েই আমরা অভিযান চালাই। কয়েকজনকে আটক করেছি। এখনো অভিযান চলছে। বিস্তারিত পরে জানানো হবে।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার