অবরোধের ১ ঘণ্টা পর মহাসড়ক ছাড়লেন শ্রমিকরা


, আপডেট করা হয়েছে : 17-05-2025

অবরোধের ১ ঘণ্টা পর মহাসড়ক ছাড়লেন শ্রমিকরা

বকেয়া বেতনসহ বিভিন্ন দাবিতে গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের প্রায় এক ঘণ্টা পর সড়ক ছেড়ে দিয়েছেন বিক্ষুব্ধ শ্রমিকরা। শনিবার সকাল ৯টার দিকে এ অবরোধ শুরু করেছিলেন টঙ্গীর হোসেন মার্কেট এলাকার বিএইচআইএস অ্যাপারেলস লিমিটেডের শ্রমিকরা। পরে বেলা ১০টার দিকে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয় সেনা বাহিনী। বর্তমানে তারা কারখানাটির সমানে অবস্থান নিয়েছেন।


পুলিশ ও শ্রমিক সূত্রে জানা যায়, দত্তপাড়ায় অবস্থিত বিএইচআইএস অ্যাপারেলস লিমিটেড নামক প্রতিষ্ঠানে দেড় হাজারের বেশি শ্রমিক কাজ করেন। গত এপ্রিল ও মে মাসের বেতন পাননি তারা। বকেয়া বেতন, ওভারটাইমের টাকা ও ঈদুল আজহার বোনাস পরিশোধ নিয়ে শ্রমিকদের মধ্যে অসন্তোষ চলে আসছিল। শ্রমিকরা টাকা পরিশোধের জন্য তারিখ নির্ধারণের দাবি জানালে কারখানা কর্তৃপক্ষ এতে কর্ণপাত করেননি।



প্রতিদিনের ন্যায় শনিবার সকালে কারখানাটিতে প্রবেশ করে শ্রমিকরা। একপর্যায়ে সকাল ৯টার দিকে কারখানা থেকে বের হয় তারা। পরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে।


আন্দোলনরত একাধিক শ্রমিক বলেন, ‘গত এপ্রিল ও মে মাসের বেতন এখনো পায়নি। ওভারটাইমের টাকা পায়নি। বকেয়া টাকা ও ঈদুল আজহার বোনাসের টাকা পরিশোধের দাবি জানিয়ে আসছিলাম। কবে নাগাদ পাওনা টাকা পরিশোধ করা হবে সে বিষয়ে কারখানা কর্তৃপক্ষ কোনো সিদ্ধান্ত জানায়নি। টাকা না দিয়ে মালিক কারখানার মালামাল ও মেশিনসহ অন্যান্য প্রয়োজনীয় জিনিস অন্যত্র সরিয়ে ফেলার চেষ্টা করছেন। বাধ্য হয়ে আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি।’


এ বিষয়ে জানতে কারখানার মালিক মো. ইকবাল হোসেনকে একাধিকবার ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি।



গাজীপুরে শিল্প পুলিশের পরিদর্শক (টঙ্গী জোন) ইসমাইল হোসেন বলেন, ‘কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। পরে সেনাবাহিনীর সদস্যরা শ্রমিকদের সঙ্গে কথা বলেন। আন্দোলনরত শ্রমিকদের মহাসড়ক থেকে সরে যেতে অনুরোধ করা হলে অবরোধের প্রায় এক ঘণ্টা পর শ্রমিকরা মহাসড়ক ছেড়ে কারখানার সামনের সড়কে অবস্থান নেয়। শ্রমিকদের দাবির বিষয়ে মালিক পক্ষের সঙ্গে আলোচনা করা হচ্ছে।’



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার