মতিঝিলে ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট


, আপডেট করা হয়েছে : 17-05-2025

মতিঝিলে ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

রাজধানীর মতিঝিলে শাহজালাল ইসলামী ব্যাংকের পাশে একটি তিন তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আআগুন নিয়ন্ত্রণে কাজ করছে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের চারটি ইউনিট।


শনিবার (১৭ মে) সন্ধ্যা ৬টা ১৭ মিনিটে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস।


ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, মতিঝিলে শাহজালাল ইসলামী ব্যাংকের পাশের তৃতীয় তলা ভবনের ৩ তলায় আগুন লেগেছে। আমরা ৬টা ১৭ মিনিটে আগুনের খবর পাই। পরে ৬টা ২৮ মিনিটে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বর্তমান চারটি ইউনিট কাজ করছে।


তাৎক্ষণিকভাবে আগুনে সূত্রপাত ও হতাহতের বিষয়ে কিছু জানা যায়নি বলেও জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার