নগর ভবনের গেটে তালা, উপদেষ্টা আসিফের পদত্যাগ দাবি


, আপডেট করা হয়েছে : 18-05-2025

নগর ভবনের গেটে তালা, উপদেষ্টা আসিফের পদত্যাগ দাবি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) নগর ভবনের সামনে টানা চতুর্থ দিনের মতো বিক্ষোভ কর্মসূচি পালন করছেন ইশরাকপন্থীরা। মেয়রের দায়িত্ব ইশরাক হোসেনকে বুঝিয়ে দেওয়ার দাবিতে রোববার (১৮ মে) সকাল থেকেই ঢাকার বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট মিছিল নিয়ে নগর ভবনের সামনে জড়ো হন বিক্ষোভকারীরা।


অবরোধের কারণে নগর ভবনের মূল ফটকসহ সব বিভাগের গেটে তালা লাগানো রয়েছে। ফলে সিটি করপোরেশনে সব ধরনের সেবা কার্যক্রম বন্ধ রয়েছে। সেবাগ্রহীতারা সেবা নিতে এসে ফিরে যেতে বাধ্য হচ্ছেন। এদিকে নগর ভবনের সামনে অবস্থান নেওয়া বিক্ষোভকারীরা স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগের দাবিতে স্লোগান দিচ্ছেন। 


জানা গেছে, ডিএসসিসির নগর ভবনে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অস্থায়ী দপ্তরে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার দাপ্তরিক কাজের স্থান হলেও বিক্ষোভের কারণে তিনি সেখানে উপস্থিত নেই।


মেয়রের দায়িত্ব ইশরাক হোসেনকে বুঝিয়ে দেওয়ার দাবিতে রোববার (১৮ মে) সকাল থেকেই ঢাকা দক্ষিণ সিটির বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট মিছিল নিয়ে নগর ভবনের সামনে জড়ো হন বিক্ষোভকারীরা। তারা স্লোগান দেন, শপথ শপথ চাই, ইশরাক ভাইয়ের শপথ চাই, শপথ নিয়ে তালবাহানা চলবে না, জনতার মেয়র ইশরাক ভাই, অন্য কোনো মেয়র নাই, দফা এক, দাবি এক, আসিফের পদত্যাগ।


তাদের দাবি, আদালতের রায় ও নির্বাচন কমিশনের গেজেট অনুযায়ী ইশরাক হোসেন বৈধ মেয়র। কিন্তু এখনও কেন তাকে শপথ করানো হয়নি, তার সঠিক ব্যাখ্যা চান তারা।


তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো। প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।


এদিন বিক্ষোভকারীরা নগর ভবনের সামনে থেকে একটি মিছিল বের করেন। মিছিলটি গোলাপ শাহ মাজার, গুলিস্তান, প্রেসক্লাব, শিক্ষা ভবন হয়ে নগর ভবনে ফিরে আসে।


শনিবার (১৭ মে) সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন করে ইশরাক হোসেন বলেন, নির্বাচনের ৩০ দিনের মধ্যে মামলা করা হয়েছিল। তাপস প্রভাব খাটিয়ে এই মামলা থামানোর চেষ্টা করেন। তখন আদালত আওয়ামী লীগের নিয়ন্ত্রণে ছিল। তবে সব আইনি পদক্ষেপ মেনে আমরা রায় পেয়েছি। কাজেই আদালতের এই রায়ের বিরুদ্ধে যারা কথা বলছেন, তারা আদালত অবমাননা করছেন।


গেজেট প্রকাশের ২০ দিন পার হলেও তাকে শপথ করানো হয়নি জানিয়ে বিএনপির এই নেতা বলেন, আমি শপথ গ্রহণের জন্য সম্পূর্ণ প্রস্তুত।


২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস মেয়র নির্বাচিত হন। তবে গত ২৭ মার্চ ট্রাইব্যুনালের রায়ে তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করা হয়। ২২ এপ্রিল গেজেট প্রকাশের বিষয়ে আইন মন্ত্রণালয়ের পরামর্শ চায় নির্বাচন কমিশন। 



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার