কাঁচামরিচের কেজি ২০০ টাকা!


, আপডেট করা হয়েছে : 02-08-2022

কাঁচামরিচের কেজি ২০০ টাকা!

বগুড়ার নন্দীগ্রামে হাটবাজারগুলোতে কাঁচামরিচের ঝাঁজে বাজার গরম হয়ে উঠেছে। অন্যান্য সব ধরনের সবজির দামও নাগালের বাইরে। এখন বাজারে প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ২০০ টাকায়। এতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ।

মঙ্গলবার (২ আগস্ট) সকালে সরেজমিনে নন্দীগ্রাম সবজির বাজার ঘুরে দেখা যায়, বাজারে সবচেয়ে বেশি যে সবজিটির দাম বেড়েছে তা হলো কাঁচামরিচ। বিক্রেতারা জানায় বেশকিছু দিন থেকে কাঁচামরিচের দাম বেড়ে গেছে। এর আগে ১২০-১৫০ টাকা বিক্রি হলেও আজ বাজারে কাঁচামরিচ প্রতি কেজি ২০০ টাকায় বিক্রি হচ্ছে।

অন্যান্য সবজির দামও রয়েছে বৃদ্ধির তালিকায়। প্রতি কেজি বেগুন ৫০, ঢেঁড়স ৫০, কাঁচা পেঁপে ৩০, মিষ্টি লাউ ৪০, আলু ৩০, কচুরবই ৩০ ও পটল ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে।

নন্দীগ্রাম বাজারের সবজি বিক্রেতা জেন্টু মিয়া বলেন, আজ কাঁচামরিচের কেজি ২০০ টাকা। কেনা বেশি তাই বিক্রিও বেশি।

বাজার করতে আসা জুয়েল রানা বলেন, শুধু কাঁচামরিচের দাম বেশি নয়। সব ধরনের তরকারির দামিই বেশি।


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার