টিজারেই ঝড়, ‘ওয়ার টু’ মুক্তির তারিখ জানালেন হৃতিক


, আপডেট করা হয়েছে : 21-05-2025

টিজারেই ঝড়, ‘ওয়ার টু’ মুক্তির তারিখ জানালেন হৃতিক

গত সপ্তাহে হৃতিক রোশন বলেছিলেন, ২০ মে এমন কিছু আসবে যা চমকে দেবে মানুষকে। দর্শকরাও বুঝেছিলেন, ‘ওয়ার টু’ সিনেমা নিয়ে কোনো ঘোষণা আসতে পারে। অবশেষে ২০ মে মুক্তি পেল সিনেমাটির টিজার।


হৃতিক রোশন ও টাইগার শ্রফের ‘ওয়ার’ মুক্তি পায় ২০১৯ সালে, যা বক্স অফিসে দুর্দান্ত ব্যবসা করেছিল। তবে দ্বিতীয় পর্বে টাইগার না থাকার ঘোষণায় প্রথমে কিছুটা মর্মাহত হয়েছিলেন দর্শকরা। কিন্তু টাইগারের পরিবর্তে জুনিয়র এনটিআরকে দেখে খুশি সিনেপ্রেমীরা।


ভক্তদের দেওয়া কথা রেখেছেন হৃতিক। ২০ মে সোশ্যাল মিডিয়ায় সিনেমাটির টিজার প্রকাশ করে মুক্তির তারিখও ঘোষণা করেন তিনি। হৃতিক লিখেছেন, ‘অবশেষে অপেক্ষার অবসান হলো। ঝড় আসতে চলেছে। ওয়ার ২ টিজার মুক্তি পেল। আগামী ১৪ আগস্ট বড় পর্দায় হিন্দি তেলেগু এবং তামিল ভাষায় সিনেমাটি মুক্তি পাবে।’


টিজারেই ঝড়, ‘ওয়ার টু’ মুক্তির তারিখ জানালেন হৃতিক


‘ওয়ার টু’-এর টিজার প্রকাশ্যে আসার পরই ঝড় তুলেছে দর্শক মহলে। হৃতিক রোশানের অ্যাকশন প্যাকড লুক এবং জুনিয়র এনটিআর-এর ঝলক মন জয় করে নিয়েছে দর্শকের।


টিজারের শুরুতেই দেখা যায় জুনিয়ার এনটিআরের গ্র্যান্ড এন্ট্রি। তারপরেই প্রতিপক্ষ হৃতিককে দেখতে পাওয়া যায় মারমুখী স্টাইলে। টিজারের অন্যতম আকর্ষণ ছিলেন কিয়ারা আদভানি। এই সিনেমাতে তার মেদহীন শরীর ও বিকিনি পরা লুক দেখে আরও একবার তার প্রেমে পড়েছেন ভক্তরা। সব মিলিয়ে বোঝাই যাচ্ছে এই অ্যাকশন স্পাই থ্রিলার সিনেজগতে ঝড় তোলার জন্য প্রস্তুত।




  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার