দেশী গরু আটক ইস্যুতে রাজশাহীতে গরু ব্যবসায়ীদের বিক্ষোভ


, আপডেট করা হয়েছে : 21-05-2025

দেশী গরু আটক ইস্যুতে রাজশাহীতে গরু ব্যবসায়ীদের বিক্ষোভ

দেশী গরুকে ‘ভারতীয়’ বলে আটকের অভিযোগে রাজশাহী নগরীর শালবাগান এলাকায় বিজিবি-১ সদর দপ্তরের সামনে মহাসড়কে বিক্ষোভ করেছেন স্থানীয় গরু ব্যবসায়ীরা। বুধবার দুপুরে এই বিক্ষোভে প্রায় শতাধিক ব্যবসায়ী অংশ নেন।

 

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, তারা স্থানীয় খামার থেকে গরু কিনে নিয়ে যাচ্ছিলেন, কিন্তু বিজিবি সদস্যরা ওই গরুগুলিকে ভারতীয় বলে সন্দেহ করে আটকে দেন। বারবার পরিচয়পত্র ও বৈধ কাগজপত্র দেখানো সত্ত্বেও গরুগুলো ছাড়েনি বিজিবি। এতে চরম ক্ষোভ প্রকাশ করেছেন ব্যবসায়ীরা।

 

বিক্ষোভে অংশ নেওয়া এক ব্যবসায়ী বলেন, “আমরা নিজের দেশেই গরু পালন করি, কিনে বিক্রি করি। অথচ বিনা কারণে আমাদের দেশী গরুকে ভারতীয় বলে আটকানো হচ্ছে। এতে আমাদের চরম ক্ষতি হচ্ছে।”

 

এ বিষয়ে বিজিবি-১ সদর দপ্তরের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

 

বিক্ষোভের কারণে মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং যান চলাচল স্বাভাবিক হয়।


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার