অনিশ্চিত ‘হেরা ফেরি ৩’, পরেশের সিদ্ধান্তে কাঁদলেন অক্ষয়


, আপডেট করা হয়েছে : 25-05-2025

অনিশ্চিত ‘হেরা ফেরি ৩’, পরেশের সিদ্ধান্তে কাঁদলেন অক্ষয়

প্রায় ১৯ বছর পর হেরা ফেরি ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তি আসার ঘোষণায় নড়েচড়ে বসেছিলেন সিনেমাপ্রেমীরা। ছবিটির জন্য রীতিমতো মুখিয়ে রয়েছেন তারা। ‘হেরা ফেরি ৩’ সিনেমার মধ্য দিয়ে আবারও পর্দায় হাজির হবার কথা ছিল অক্ষয় কুমার, সুনীল শেঠি এবং পরেশ রাওয়ালের। কিন্তু সিনেমাটি থেকে সরে দাঁড়িয়েছেন পরেশ রাওয়াল।


আর এ ঘটনায় সিনেমাপ্রেমীরা তো বটেই, হতাশ অক্ষয় কুমারও।

 

গত ১৮ মে সোশ্যাল মিডিয়ায় এক্স হ্যান্ডেলে একটি পোস্টের মাধ্যমে পরেশ নিজেই জানিয়েছেন, তিনি আর ‘হেরা ফেরি ৩’-তে থাকছেন না। এরপরেই ‘বাবুরাও’কে আইনি নোটিস পাঠায় প্রযোজনা সংস্থা। তবে এই ঘটনায় চূড়ান্ত হতাশ পরিচালকের আসনে বসা প্রিয়দর্শনও।


তাঁর কথায়, ‘সবে তো আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছিলাম হেরা ফেরি ৩ করব। অক্ষয় তো এতটাই আশাবাদী ছিল যে ফ্র্যাঞ্চাইজির স্বত্বই কিনে নিয়েছে। কয়েকদিন আগেই আইপিএল টিজার ও একটি দৃশ্য আমরা তিনজন একসঙ্গে শ্যুট করলাম। অথচ হঠাৎ করে এমন সিদ্ধান্ত?’



 

তবে পরেশ রাওয়াল এই সিদ্ধোন্তের কথা প্রিয়দর্শনকে একবারও জানাননি, এমনটাই বলেন নির্মাতা।


বরং ফোন করলেও পরেশ বার্তা পাঠিয়ে বলেন, “প্লিজ কল করবেন না। এটা আমার সিদ্ধান্ত, আপনার সঙ্গে এর কোনও সম্পর্ক নেই।” 

প্রিয়দর্শন বলেন, “আমি খুব আহত ও হতবাক। আমরা তো একসঙ্গে ‘ভূত বাংলো’র শ্যুটিংও করলাম সম্প্রতি! এই সিদ্ধান্তের কথা যদি আগে বলতেন, আমি অন্তত প্রস্তুত থাকতে পারতাম।”


পরেশ রাওয়ালের এই সিদ্ধান্ত অক্ষয় কুমারের চোখে জল এনেছে জানিয়ে প্রিয়দর্শন বলেন, “পরেশের এই সিদ্ধান্তে অক্ষয়ের চোখে জল এসে গিয়েছিল।


ও আমাকে বলেছিল, ‘প্রিয়ন, উনি আমাদের সঙ্গে এটা করছেন কেন?’ এটা খুবই দুঃখজনক। এখন অক্ষয় যে আইনি পদক্ষেপ নিচ্ছে, সেটা একেবারেই ওর উপর বর্তানো অন্যায়ের প্রতিক্রিয়া।”


এদিকে পরেশ রাওয়ালের এমন সিদ্ধান্তের পর ‘হেরা ফেরি ৩’ নির্মাণ নিয়ে প্রশ্ন উঠছে। বাবুবারও চরিত্রটি ছাড়া হেরা ফেরি ফ্র্যাঞ্চাইজি সামনে আগানো উচিত না বলেই মনে করছেন অধিকাংশ অনুরাগী ও দর্শক। সুনীল শেঠিও বলেছেন, বাবুরাও ছাড়া এ সিনেমা হবে না। তাহলে কি অনিশ্চিত হতে যাচ্ছে বলিউডের সবচেয়ে জনপ্রিয় এ ফ্র্যাঞ্চাইজির ভবিষ্যত? যদিও প্রিয়দর্শন বা অক্ষয় কুমার এখনও এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। 


অক্ষয় ও প্রিয়দর্শনের সঙ্গে ‘হেরা ফেরি ৩’ না করলেও পরেশ রাওয়াল এই জুটির সঙ্গে ‘ভূত বাংলো’ সিনেমায় কাজ করেছেন। সেখানে মুল ভুমিকায় দেখা যাবে অক্ষয় কুমার এবং টাবুকে। ২০২৬ সালের এপ্রিলে মুক্তি পাবে সিনেমাটি।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার