ট্রেনে ঈদ যাত্রা: ৫ জুনের টিকিট মিলছে আজ


, আপডেট করা হয়েছে : 26-05-2025

ট্রেনে ঈদ যাত্রা: ৫ জুনের টিকিট মিলছে আজ

আগামী ৭ জুনকে ঈদুল আজহার দিন ধরে অনলাইনে আন্ত নগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। আজ সোমবার বিক্রি হচ্ছে ৫ জুনের টিকিট। সকাল ৮টায় রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচল করা ট্রেনগুলোর টিকিট পাওয়া যাচ্ছে। দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে।


রেল সূত্র জানায়, এবার শুধু ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যে যাওয়া আন্ত নগর ট্রেনের মোট আসনসংখ্যা থাকছে ৩৩ হাজার ৩১৫টি।

 

গত ২১ মে থেকে শুরু হয়েছে টিকিট বিক্রির কার্যক্রম। ওই দিন ৩১ মে’র ট্রেনের আসন বিক্রি হয়। গতকাল রবিবার ২৫ মে ৪ জুনের টিকিট বিক্রি করা হয়েছে।


আজ ২৬ মে বিক্রি হচ্ছে ৫ জুনের টিকিট। আগামীকাল মঙ্গলবার ৬ জুনের আসন বিক্রি হবে।

 

ঈদের আগে সাত দিনের ট্রেনের আসনের টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম হিসেবে বিক্রি করছে রেলওয়ে কর্তৃপক্ষ। এ সময় কেনা টিকিটগুলো যাত্রীরা রেলওয়েকে ফেরত দিতে পারবেন না।


প্রতিজন টিকিটপ্রত্যাশী চারটি আসনের টিকিট একবার একসঙ্গে সংগ্রহ করতে পারবেন।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার