একদিনে রেকর্ড ৪২৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি


, আপডেট করা হয়েছে : 30-06-2025

একদিনে রেকর্ড ৪২৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে একদিনে রেকর্ড ৪২৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার সকাল ৮টা থেকে সোমবার (৩০ জুন) সকাল ৮টা পর্যন্ত সময়ে এসব রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হন, যা চলতি বছরের একদিনে সর্বোচ্চ ভর্তি সংখ্যা। তবে এদিন নতুন করে ডেঙ্গুতে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।


সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, একদিনে সর্বাধিক ১৪৯ জন রোগী বরিশাল বিভাগে ভর্তি হয়েছেন। চট্টগ্রামে ৫৭ জন, ঢাকার বাইরে (ঢাকা বিভাগে) ৬১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৪২ জন, দক্ষিণ সিটিতে ৪৫ জন, রাজশাহীতে ৫৪ জন এবং খুলনা বিভাগে ভর্তি হয়েছেন ২১ জন।


স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ডেঙ্গুর প্রকোপ বাড়ায় হাসপাতালগুলোতে সতর্কতা জারি রয়েছে এবং প্রতিনিয়ত পরিস্থিতি নজরে রাখা হচ্ছে।


এদিকে গত একদিনে সারা দেশে ৩৫৮ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৯ হাজার ৮৭ জন।


স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ১০ হাজার ২৯৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৪২ জনের।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার