রংপুর বিভাগের ৩৩ আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা


, আপডেট করা হয়েছে : 05-07-2025

রংপুর বিভাগের ৩৩ আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রংপুর বিভাগের ৩৩টি সংসদীয় আসনে নিজেদের প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।


শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যায় রংপুর জিলা স্কুল মাঠের জনসভা থেকে এই প্রার্থী তালিকা ঘোষণা করে দলটি। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম প্রার্থীদের নাম ঘোষণা করেন। এ সময় জনসভার মঞ্চে রংপুর বিভাগের রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, পঞ্চগড়, দিনাজপুর, ঠাকুরগাঁও, নীলফামারী ও লালমনিরহাট জেলার সবগুলো আসনের প্রার্থীরা উপস্থিত ছিলেন।


বিভাগের রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, পঞ্চগড়, দিনাজপুর, ঠাকুরগাঁও, নীলফামারী ও লালমনিরহাট জেলার সবগুলো আসনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। ঘোষিত তালিকা অনুযায়ী রংপুর বিভাগের জামায়াতের প্রার্থীরা হচ্ছেন


রংপুর জেলা

রংপুর-১ অধ্যাপক রায়হান সিরাজী

রংপুর-২ এটি এম আজহারুল ইসলাম

রংপুর-৩ অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল

রংপুর-৪ মাওলানা উপাধ্যক্ষ এটি এম আজম খান

রংপুর-৫ গোলাম রাব্বানী

রংপুর-৬ মাওলানা নূরুল আমিন


দিনাজপুর জেলা

দিনাজপুর-১ মতিউর রহমান

দিনাজপুর-২ অধ্যক্ষ আফজাল হোসেন আনাম

দিনাজপুর-৩ অ্যাডভোকেট মনিরুল আলম

দিনাজপুর-৪ আবতাব উদ্দিন মোল্লা

দিনাজপুর-৫ আনোয়ার হোসেন

দিনাজপুর-৬ আনোয়ারুল ইসলাম


নীলফামারী জেলা

নীলফামারী-১ অধ্যাক্ষ মাওলানা আব্দুর সাত্তার

নীলফামারী-২ (ঘোষণা করা হয়নি)

নীলফামারী-৩ ওবাইদুল্লাহ সালাফি

নীলফামারী-৪ মাওলানা হফেজ আব্দুল মুনতাকিম


লালমনিরহাট জেলা

লালমনিরহাট-১ আনোয়ারুল ইসলাম

লালমনিরহাট-২ অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলু

লালমনিরহাট-৩ হারুনূর রশিদ


কুড়িগ্রাম জেলা

কুড়িগ্রাম-১ অধ্যাপক আনোয়ারুল ইসলাম

কুড়িগ্রাম-২ অ্যাডভোকেট ইয়াসিন আলী

কুড়িগ্রাম-৩ ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী

কুড়িগ্রাম-৪ মোস্তাফিজুর রহমান মোস্তাক


গাইবান্ধা জেলা

গাইবান্ধা-১ অধ্যাপক মাজেদুর রহমান

গাইবান্ধা-২ আব্দুল করীম

গাইবান্ধা-৩ অধ্যাক্ষ মাওলানা নজরুল ইসলাম

গাইবান্ধা-৪ ডা: আব্দুর রহিম সরকার

গাইবান্ধা-৫ মুক্তিযোদ্ধা আব্দুল ওরেস


ঠাকুরগাঁও জেলা

ঠাকুরগাঁও-১ দেলোয়ার হোসেন

ঠাকুরগাঁও-২ আব্দুল হাকিম

ঠাকুরগাঁও-৩ মিজানুর রহমান


পঞ্চগড় জেলা

পঞ্চগড়-১ ইকবাল হোসাইন

পঞ্চগড়-২ শফিউল্লাহ শফি


জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সব খুনির বিচার, প্রয়োজনীয় সংস্কারের পর নির্বাচনসহ চার দফা দাবিতে রংপুরে জনসভাটির আয়োজন করে জামায়াতে ইসলামীর রংপুর মহানগর ও জেলা শাখা। এতে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘সুষ্ঠু নির্বাচনের জন্য কতগুলো মৌলিক সংস্কার অবশ্যই করতে হবে। আমরা সেই সব সংস্কারের কথা বলেছি। সংস্কারগুলো আদায় করে ছাড়ব।’



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার