হরিপুর সীমান্তে বিএসএফের গুলিতে কিশোরের মৃত্যু!


মোঃ রাজাবুল হক রেজাউল হরিপুর ঠাকুরগাঁও প্রতিনিধিঃ , আপডেট করা হয়েছে : 12-07-2025

হরিপুর সীমান্তে বিএসএফের গুলিতে কিশোরের মৃত্যু!

ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে রাসেল (১৫) নামের এক বাংলাদেশি কিশোর নিহত হয়েছে। শনিবার (১২ জুলাই) ভোরে উপজেলার মিনাপুর সীমান্তের তিনুয়া (মাদাড়ি) এলাকায় ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।


নিহত রাসেল হরিপুর উপজেলার জীবনপুর গ্রামের নিয়াজউদ্দীনের ছেলে। স্থানীয় সূত্র ও বিজিবি জানায়, ভোর প্রায় ৪টার দিকে রাসেলসহ কয়েকজন ৩৫৩ নম্বর মেইন পিলারের কাছাকাছি ভারতের অভ্যন্তরে কাঁটাতারের বেড়ার দিকে যায়। এ সময় ভারতের কিষাণগঞ্জ ব্যাটালিয়নের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে রাসেল ঘটনাস্থলেই মারা যায়। তার মরদেহ ভারতের ভেতরে প্রায় ২০০ গজ দূরে পড়ে আছে বলে জানা গেছে।


ঘটনার পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে সীমান্ত এলাকায় অতিরিক্ত ফোর্স মোতায়েন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একইভাবে ভারতের সীমান্তেও বাড়তি সদস্য মোতায়েন করেছে বিএসএফ।


নিহতের মরদেহ ফেরত আনতে দিনাজপুর ৪২ বিজিবি ব্যাটালিয়ন ভারতের বিএসএফকে পতাকা বৈঠকে বসার আহ্বান জানিয়েছে। তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত মরদেহ ফেরত আসেনি।


এ ঘটনায় সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে।


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার