আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জনমনে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে সুষ্ঠু শিক্ষাব্যবস্থা ব্যাহত হওয়ার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
সোমবার (১৪ জুলাই) দুপুর ৩টা ২৫ মিনিটে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া মিছিলটি কাকরাইল ও মৎস্য ভবন হয়ে শাহবাগে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।
মিছিলে নেতৃত্ব দেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।
সরেজমিনে দেখা গেছে, সকাল থেকেই নয়াপল্টন এলাকায় ছাত্রদল নেতাকর্মীদের সরব উপস্থিতি ছিল। ব্যানার, ফেস্টুন, স্লোগানে মুখর ছিল কার্যালয়ের সামনের এলাকা। বিভিন্ন ইউনিট থেকে আসা নেতাকর্মীদের চোখেমুখে ছিল ক্ষোভ ও প্রতিবাদের ছাপ।
এসময় এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন ছিল। আইনশৃঙ্খলা রক্ষায় তারা সতর্ক অবস্থানে রয়েছে।
নেতাকর্মীদের অভিযোগ, একটি ‘গুপ্ত সংগঠন’ দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষায় সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে বলেও তারা দাবি জানান।
ছাত্রদল বলছে, দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ থেকেই এ কর্মসূচি। বিক্ষোভের মাধ্যমে তারা তাদের দাবির পক্ষে জোরালো বার্তা দিতে চায়।