বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাবেক ও বর্তমান জনশক্তির অংশগ্রহণে এক প্রীতি সমাবেশের আয়োজন করা হয়। মঙ্গলবার (১৫ জুলাই) নগরীর সাগরপাড়া এলাকার পালকি কনভেনশন সেন্টারে এই আয়োজনে মিলিত হন সংস্থার বিভিন্ন সময়ের নেতৃবৃন্দ।
রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা সভানেত্রী সাইয়েদা হাফসা'র সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার প্রতিষ্ঠাতা সভানেত্রী শাহানারা বেগম ।
প্রধান আলোচকের আসন অলংকৃত করেন রাজশাহী মহানগরীর প্রাক্তন সভানেত্রী সাবরিনা শারমিন বনি ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রাক্তন সভানেত্রী শাহিনা খাতুন, প্রাক্তন সভানেত্রী সখিনা খাতুন।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সিরাজুম মুনিরা ও মাহমুদা রহমান।
স্বাগত বক্তব্য রাখেন সভানেত্রী সাইয়েদা হাফসা।
প্রীতি সমাবেশটি দুইটি পর্বে অনুষ্ঠিত হয়। প্রথম পর্বে বক্তব্য ও আলোচনা শেষে দ্বিতীয় পর্বে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানটিতে রাজশাহী মহানগরীসহ আশপাশের এলাকার ছাত্রী ও নেতৃবৃন্দের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। অনুষ্ঠানজুড়ে ছিল ঐক্য, ভ্রাতৃত্ব ও ইসলামী আদর্শে উজ্জীবিত হওয়ার প্রত্যয়।