নওগাঁয় বিপুল পরিমাণ চোলাই মদসহ ১জন গ্রেপ্তার


, আপডেট করা হয়েছে : 07-08-2022

নওগাঁয় বিপুল পরিমাণ চোলাই মদসহ ১জন গ্রেপ্তার

নওগাঁর বদলগাছী থানার পাহাড়পুর ইউনিয়নের গোয়ালভিটা গ্রামে অভিযান চালিয়ে ২হাজার ২শ লিটার চোলাই মদসহ মোঃ আব্দুস সামাদ (৫৭) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব।


র‌্যাব-৫, সিপিসি-৩ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ মাসুদ রানার নেতৃত্বে রোববার সকাল সোয়া ৯টার দিকে জেলার বদলগাছী উপজেলার তেজাপাড়া গ্রামের মৃত শুকর আলীর ছেলে মোঃ আব্দুস সামাদকে হাতেনাতে গ্রেফতার করা হয়। র‍্যাব আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় মাদকদ্রব্য চোলাই মদ অবৈধভাবে সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল।


পরবর্তীতে তার বিরুদ্ধে জেলার বদলগাছী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা দায়ের করা হয়েছে।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার