রাজশাহী নগরীর পবা থানার অন্তর্গত প্রায় ৪৫ বিঘা জমিতে বসবাসরত প্রায় ৪৫০ পরিবারের কাছ থেকে চাঁদা দাবির অভিযোগ উঠেছে আব্দুল আলিম নামের এক ব্যক্তির বিরুদ্ধে। ভুক্তভোগীদের অভিযোগ, তিনি ভুয়া দলিল তৈরি করে নানা ধরনের চাপ প্রয়োগ করছেন।
জানা যায়, উক্ত জমির বর্তমান মালিক প্রায় ৪৫০ জন। অভিযোগ রয়েছে, আব্দুল আলিম ভারতীয় দুই নাগরিককে ওয়ারিশ দেখানোর জন্য প্রথমে তানোর থানার বাসিন্দা হিসেবে তাদের জন্মনিবন্ধন তৈরি করেন এবং পরে বাংলাদেশের নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করেন।
বর্তমান জমির মালিকরা বিষয়টি জানতে পেরে জন্মনিবন্ধন ও নাগরিকত্ব বাতিলের আবেদন করেন। প্রমাণ তাদের পক্ষে থাকায় জন্মনিবন্ধন বাতিল হলেও পরে জানা যায়, ওই দুই ব্যক্তি বাংলাদেশের নাগরিকত্ব পেয়ে গেছেন। মালিকপক্ষ প্রশ্ন তুলেছেন—ভারতের আধার কার্ড থাকা সত্ত্বেও তারা কিভাবে বাংলাদেশের নাগরিকত্ব পেলেন?
তানোর থানার সরঞ্জাই ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বর বলেন, “আমি ১০ বছর ধরে এখানে নির্বাচিত হলেও এই দুই ব্যক্তিকে কখনও দেখিনি। তারা ভারতের নাগরিক এবং তাদের আধার কার্ড রয়েছে।”
রাজশাহীর সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোঃ মোতাওয়াক্কিল রহমান জানান, “আমরা বিষয়টি মন্ত্রণালয়ে পাঠিয়েছি। তদন্তের আদেশ পেলেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।”
অভিযুক্ত আব্দুল আলিমের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তিনি ফোন রিসিভ না করে কয়েকবার কেটে দিয়েছেন বলে জানা গেছে।
ভুক্তভোগীরা বলেন, “আমরা গভীর উদ্বেগে আছি। এতগুলো পরিবার যেন একটি ভুয়া ও বানোয়াট দলিলের কাছে জিম্মি হয়ে না পড়ে।”