উষ্ণ চুম্বনে ডালপালা মেলেছে ইয়ামাল-নিকোলের প্রেমের গুঞ্জন


, আপডেট করা হয়েছে : 11-08-2025

উষ্ণ চুম্বনে ডালপালা মেলেছে ইয়ামাল-নিকোলের প্রেমের গুঞ্জন

বার্সেলোনার তারকা লামিনে ইয়ামালের ১৮তম জন্মদিন উদযাপনের কিছুদিন পরই গুঞ্জন ছড়িয়েছে তার ও আর্জেন্টাইন জনপ্রিয় সংগীতশিল্পী ও র‍্যাপার নিকি নিকোলের মধ্যে রোমান্স নিয়ে। স্পেনের এই তরুণ ফুটবল তারকা ও দক্ষিণ আমেরিকার সংগীতশিল্পী এক পার্টিতে একসঙ্গে উপস্থিত ছিলেন এবং তাদের মধ্যে একটি উষ্ণ চুম্বনের ঘটনাও ঘটেছে। যা থেকে শুরু হয় প্রেমের গুঞ্জন। 


স্প্যানিশ সাংবাদিক জাভি হোয়োস জানিয়েছেন, ‘তারা শুধু চুম্বন করেনি, ওই দিন থেকেই তাদের মধ্যে কিছু একটা শুরু হয়েছে।


তবে এখনো তারা বয়ফ্রেন্ড-গার্লফ্রেন্ড নয়। তারা একে অপরকে চিনে চলেছে, একটি গল্প শুরু হয়েছে। হয়তো ভবিষ্যতে তারা আনুষ্ঠানিকভাবে সম্পর্ক শুরু করবে। তবে এখন তাদের সম্পর্ক প্রথম পর্যায়ে আছে এবং দুজনেই খুব উত্তেজিত।

তবে বর্তমানে বার্সেলোনা ফুটবল দল এশিয়ার প্রিসিজন ট্যুরে থাকায় তাদের কাছে একসঙ্গে সময় কাটানোর সুযোগ খুব কমই হয়েছে। ২০২৫-২৬ মৌসুমে লিগ শিরোপা রক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে দল। নতুন মৌসুমে ইয়ামাল বার্সার ঐতিহ্যবাহী নম্বর ১০ জার্সি পরে মাঠে নামবেন ইয়ামাল। 



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার