রাজশাহীতে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি


মো: তুহিন আলী : , আপডেট করা হয়েছে : 19-08-2025

রাজশাহীতে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার (১৯ আগস্ট) বিকাল ৫টায় রাজশাহী সরকারি মহিলা কলেজের সামনে থেকে র‍্যালিটি শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাটারমোড় চত্বরে গিয়ে সমাপ্ত হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।


সমাবেশে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর তারেক খালেক, সদস্য সচিব আসাদুজ্জামান জনি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. রাসেল বাবু, যুগ্ম আহ্বায়ক মো. সাঈদ আলী, দপ্তর সম্পাদক মো. সৈকত পারভেজসহ মহানগরীর বিভিন্ন থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।


বক্তারা অভিযোগ করেন, স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার দীর্ঘ ১৫ বছর ধরে ক্ষমতায় থেকে জাতীয়তাবাদী শক্তিকে গণতান্ত্রিক কর্মসূচি পালন করতে দেয়নি। তারা সর্বদা বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোকে দমিয়ে রাখার চেষ্টা করেছে। তবে দেশের জনগণ এখন ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নেমেছে। বক্তারা আরও বলেন, স্বেচ্ছাসেবক দল অতীতে যেমন আন্দোলন-সংগ্রামে ভূমিকা রেখেছে, ভবিষ্যতেও কেন্দ্রীয় বিএনপির নির্দেশনায় ঐক্যবদ্ধভাবে মাঠে থাকবে।


বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার