ব্যাট হাতে ছন্দে ফিরতে কত কিছুই না করেছেন সাকিব আল হাসান। তবে এত কিছুর পরেও তার দুঃসময় যেন শেষই হচ্ছে না। দিন যত যাচ্ছে, ব্যাট হাতে তার পারফর্ম্যান্স যেন খারাপই হচ্ছে কেবল। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে নিজের তৃতীয় ম্যাচেও ব্যাট হাতে ডাহা ফ্লপ সাকিব। তার চেয়েও বড় কথা, যেভাবে ব্যাট করছেন, তাতে মনে হচ্ছে, ব্যাটিংটা যেন ভুলেই গেছেন তিনি।
নিয়মিত ওপরের দিকে সুযোগ পাচ্ছেন অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্সের হয়ে। তবে সে সুযোগগুলো আদৌ কাজে লাগাতে পারছেন না তিনি। জায়গা বদল হচ্ছে, কিন্তু তার পারফর্ম্যান্স রয়ে যাচ্ছে তথৈবচ।
আজ ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে তিনি নেমেছিলেন ৫ নম্বরে। সেখানে তিনি টিকেছিলেন ৫ ওভারের মতো। ১৩ বল খেলে তিনি রান করেছেন মোটে ৭, তার মধ্যে চার আছে আবার একটি, ডট দিয়েছেন ৮ বলে।
সাকিবের এমন দুর্দিন অবশ্য নতুন কিছু নয় আদৌ। ব্যাট হাতে সবশেষ ফিফটিটা এসেছিল তার গ্লোবাল সুপার লিগে। এরপর থেকেই যেন ব্যাটিং ভুলে গেছেন তিনি। চলতি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে তিনি এ নিয়ে খেললেন ৩টি ইনিংস, রান করেছেন সব মিলিয়ে ৩১। এই রান তুলতে তিনি বল খেলেছেন ৪২টি। বুঝতেই পারছেন, একটি রান করতেও কী সংগ্রামটাই না করতে হচ্ছে তাকে!
তার এমন ব্যর্থতাতেও অবশ্য অ্যান্টিগার জয়যাত্রা থেমে নেই। ইমাদ ওয়াসিমের ৩৯ আর ফাবিয়ান অ্যালেনের ৪৫ রানে ভর করে ১৬৭ রানের পুঁজি পায় দলটা।
জবাব দিতে নেমে কলিন মানরোর ৪৪, কেসি কার্টির ৩৫ আর কাইরন পোলার্ডের ৪৩ রানের ইনিংসের পরও ত্রিনবাগো নাইট রাইডার্স থেমে গেছে ১৫৯ রানে। ফলে ৮ রানের জয় নিয়ে সিপিএলের শীর্ষে চলে যায় সাকিবের দল। সাকিব নিজে অবশ্য উইকেটের খাতা খুলেছেন এই ম্যাচে। ড্যারেন ব্রাভোকে আউট করেছেন। ইনিংসের ১৪তম ওভারে আক্রমণে এসে তুলে নিয়েছিলেন এই একটি উইকেট, রান দিয়েছিলেন দুটো। তবে এরপর আর তাকে আক্রমণে আনেননি অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্সের অধিনায়ক ইমাদ।