অস্ত্র হাতে যুবকের ভিডিও ভাইরাল


স্টাফ রিপোর্টার : , আপডেট করা হয়েছে : 29-08-2025

অস্ত্র হাতে যুবকের ভিডিও ভাইরাল

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সামাজিক যোগাযোগমাধ্যমে আগ্নেয়াস্ত্র হাতে এক যুবকের ভিডিও ভাইরাল হওয়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে সাবিদ হোসেন (২০) নামে সেই যুবককে আটক করেছে।


শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন।

আটক সাবিদ উপজেলার দুপ্তরা ইউনিয়নের খানপাড়া গ্রামের মনিরুল ইসলাম দর্পনের ছেলে। তিনি স্থানীয় সফর উদ্দিন কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষা দিয়েছেন। বৃহস্পতিবার রাতে তাকে নিজ বাড়ি থেকে আটক করা হয়।


পুলিশ জানায়, ফেসবুকে ভাইরাল হওয়া ভিডিওতে সাবিদকে একটি ঘরের ভেতরে বিদেশি আগ্নেয়াস্ত্র ও ম্যাগাজিন হাতে নিয়ে খেলা করতে দেখা যায়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ওসি খন্দকার নাসির উদ্দিন বলেন, ভিডিও ভাইরাল হওয়ার পরপরই পুলিশ সাবিদকে আটক করে। তবে অস্ত্রটি উদ্ধার করা সম্ভব হয়নি।


তিনি বলেন, সাবিদের দেওয়া তথ্য অনুযায়ী, ভিডিওতে দেখা অস্ত্রটি তার নয়। ঢাকা থেকে আসা তার দুই বন্ধুর মধ্যে একজন অস্ত্রটি নিয়ে এসেছিল। কৌতূহলবশত সাবিদ অস্ত্র হাতে নিয়ে ছবি তোলে, আরেক বন্ধু ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়।

ওসি আরও বলেন, আটক সাবিদের তথ্যমতে ওই দুই বন্ধুকে চিহ্নিত করার চেষ্টা চলছে। তাদের আটক করতে পারলে অস্ত্রটি উদ্ধার করা সম্ভব হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জনপ্রিয়তা পাওয়ার উদ্দেশেই ভিডিওটি ফেসবুকে ছড়ানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার