কোহলি-ধোনিদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন যুবরাজের বাবা


, আপডেট করা হয়েছে : 06-09-2025

কোহলি-ধোনিদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন যুবরাজের বাবা

ভারতের সাবেক ক্রিকেটার ও কিংবদন্তি অলরাউন্ডার যুবরাজ সিংয়ের বাবা যোগরাজ সিং আবারও বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি দাবি করেছেন, সাবেক অধিনায়ক এমএস ধোনি ও বিরাট কোহলিসহ তার ছেলের বেশিরভাগ সতীর্থই ছিলেন ‘পিঠে ছুরি মারা ধরনের’। শুধু শচীন টেন্ডুলকারই যুবরাজের সত্যিকারের বন্ধু ছিলেন বলে জানান তিনি।


ইনসাইডস্পোর্টকে দেওয়া সাক্ষাৎকারে যোগরাজ বলেন, ‘আমি আগেই বলেছি, সাফল্য, টাকা আর খ্যাতির জগতে কোনো বন্ধু থাকে না।


সেখানে থাকে শুধু পিঠে ছুরি মারা মানুষ। অনেকে যুবরাজকে ভয় পেত, কারণ তারা ভাবত যুবরাজ তাদের জায়গা নিয়ে নেবে। ঈশ্বরের সৃষ্টি হিসেবে ও ছিল অসাধারণ খেলোয়াড়। তাই ধোনি থেকে শুরু করে সবাই ভয় পেত–যদি যুবরাজ তাদের চেয়ার দখল করে ফেলে।

তিনি আরো অভিযোগ করেন, যুবরাজ সিংকে ক্যারিয়ারের শেষ দিকে যথেষ্ট সমর্থন দেওয়া হয়নি, বরং জোর করে তাকে অবসরে ঠেলে দেওয়া হয়েছে।


উল্লেখ্য, ২০০০ থেকে ২০১৭ পর্যন্ত ভারতের হয়ে ৪০২ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন যুবরাজ সিং। এ সময়ে তিনি ১১ হাজার ১৭৮ রান করেছেন। ১৭টি সেঞ্চুরি ও ৭১টি হাফসেঞ্চুরি রয়েছে তার ঝুলিতে।


তিনি ভারতের হয়ে ২০০২ সালের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি (যৌথভাবে জয়ী), ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপ জয়ের নায়ক ছিলেন।


২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ছয় বলে ছয় ছক্কা হাঁকিয়ে ইতিহাস গড়েন তিনি। তবে তার ক্যারিয়ারের সেরা মুহূর্ত ছিল ২০১১ বিশ্বকাপে ‘সিরিজসেরা’ পারফরম্যান্স, যেখানে তিনি ৯ ম্যাচে ৩৬২ রান করার পাশাপাশি ১৫টি উইকেট নেন।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার