ভোলায় ঘরে ঢুকে মাদরাসার মুহাদ্দিস ও খতিবকে কুপিয়ে হত্যা


, আপডেট করা হয়েছে : 07-09-2025

ভোলায় ঘরে ঢুকে মাদরাসার মুহাদ্দিস ও খতিবকে কুপিয়ে হত্যা

ভোলায় জমি ও রাজনৈতিক সংক্রান্ত কারণে আততায়ী হামলায় মাওলানা আমিনুল ইসলাম হক নোমানী (৪৫) নামে এক খতিব ও মাদ্রাসার মুহাদ্দিসকে হত্যা করা হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার উত্তর চর নোয়াবাদ এলাকায় এ ঘটনা ঘটে।


নিহত মাওলানা আমিনুল ইসলাম নোমানী ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসার মুহাদ্দিস এবং সদর উপজেলার একটি মসজিদের খতিব ছিলেন। তিনি ইসলামী ঐক্য আন্দোলনের জেলা সেক্রেটারি ও জাতীয় ইমাম সমিতির জেলা শাখার সহসভাপতির দায়িত্বে ছিলেন।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এশার নামাজ শেষে গতকাল রাত সাড়ে ৯টার দিকে বাসায় ফেরেন আমিনুল ইসলাম। সেখানে আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাঁকে উপর্যুপরি কোপাতে থাকে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ভোলা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


হত্যাকাণ্ডের সময় তার স্ত্রী এবং একমাত্র সন্তান তজুমদ্দিন ও লক্ষ্মীপুরে ছিলেন।


ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাত মো. হাচনাইন পারভেজ বলেন, ‘আমরা প্রাথমিক তদন্ত শুরু করেছি। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।’



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার