আদালত ভবন থেকে লাফ দিলেন হত্যা ও ধর্ষণ মামলার আসামি


, আপডেট করা হয়েছে : 10-09-2025

আদালত ভবন থেকে লাফ দিলেন হত্যা ও ধর্ষণ মামলার আসামি

নোয়াখালীতে আদালত ভবনের দোতলা থেকে হাতকড়াসহ লাফিয়ে পালানোর চেষ্টা করেছে শাহাদাত হোসেন (৩০) নামের ধর্ষণ ও হত্যা মামলার এক আসামি। তবে তাৎক্ষণিক পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় তাকে আটক করা হয়।


মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। ওই আসমি শাহাদাত চাটখিল উপজেলার বদলকোট ইউনিয়নের মেঘা এলাকার বাবুল হোসেনের ছেলে।


পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, ২০২২ সালে শাহাদাত তার ৫ বছর বয়সী চাচাতো বোনকে ধর্ষণের পর  হত্যা করে তার মরদেহ বস্তায় ভরে ফেলে দেন। এ ঘটনায় তার বিরুদ্ধে চাটখিল থানায় একটি ধর্ষণ ও  হত্যা মামলা দায়ের পর পুলিশ তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। সোমবার সকালে  জেলা কারাগার  থেকে  শাহাদাতকে আদালতে আনা হয়। মামলার ধার্য তারিখ থাকায় দুপুর সোয়া ১২টার দিকে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ আদালতে হাজির করে। হাজিরা শেষে পুলিশ তাকে হাজতখানায় নিয়ে যাওয়ার  সময় সে ভবনের দোতলা থেকে হাতকড়াসহ লাফ দিয়ে পালানোর চেষ্টা করে। তাৎক্ষনিক পুলিশ উপস্থিত লোকজনের সহায়তায় তাকে ধাওয়া করে আদালত ভবন এলাকা থেকে আটক করে। 


আদালতের পুলিশ পরিদর্শক শহীদুল ইসলাম বলেন, মামলার হাজিরা শেষে আসামিকে হাজতে নেওয়ার পথে হাতকড়াসহ দোতালা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ঘটনার পর পরই তাকে আদালত আঙ্গিনা থেকে তাকে আটক করা হয় । 



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার