রাজশাহীতে বিএসটিআই’র অভিযানে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা


, আপডেট করা হয়েছে : 10-09-2025

রাজশাহীতে বিএসটিআই’র অভিযানে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা

রাজশাহীর পুঠিয়া উপজেলায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর অভিযানে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।   গত মঙ্গলবার  ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করা হয়।


বিএসটিআই’র গুণগত মানসনদ ছাড়াই অবৈধভাবে প্যাকেজড ড্রিংকিং ওয়াটার (খাবার পানি) উৎপাদন ও বাজারজাত করার অপরাধে উপজেলার মধ্য জামিরা এলাকায় অবস্থিত ‘প্যারাডাইস ড্রপস ওয়াটার’ প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।


এছাড়া গুণগত মানসনদ ছাড়াই চিপস (ব্র্যান্ড: সুপারম্যান, হাম্বা ও এবিসিডি) উৎপাদন ও বিক্রয়-বিতরণ এবং পণ্যের মোড়কে অবৈধভাবে বিএসটিআইয়ের মানচিহ্ন ব্যবহারের অপরাধে ক্ষুদ্র জামিরা এলাকায় অবস্থিত ‘ফারিন ফুড প্রোডাক্টস’ প্রতিষ্ঠানকেও ৫ হাজার টাকা জরিমানা করা হয়।


অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি), পুঠিয়া শিবু দাস। এ সময় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই রাজশাহী বিভাগীয় অফিসের সার্টিফিকেশন মার্কস উইং-এর কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ।


বিএসটিআই রাজশাহীর পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার