দক্ষিণ গাজার রাফাহ শহরে বোমা বিস্ফোরণে চার ইসরায়েলি সেনা নিহত হয়েছেন বলে বৃহস্পতিবার ইসরায়েলি সেনাবাহিনী নিশ্চিত করেছে। খবর মিডল ইস্ট মনিটর ও টাইমস অব ইসরায়েলের।
সামরিক বিবৃতিতে জানানো হয়, রাফাহ শহরে একটি সড়কের পাশে পেতে রাখা বোমা বিস্ফোরিত হলে একজন কর্মকর্তা ও তিনজন সেনা নিহত হন।
ইসরায়েলি সেনারা নিহতদের পরিচয় প্রকাশ করেছে।
তারা হলেন— মেজর ওমরি চাই বেন মোশে (২৬), লেফটেন্যান্ট এরান শেলেম (২৩), লেফটেন্যান্ট ইটান আভনার বেন ইৎজহাক (২২), লেফটেন্যান্ট রন অ্যারিয়েলি (২০)।
নিহত চার সেনা বাহাদ ১ অফিসার্স স্কুলের ‘ডেকেল ব্যাটালিয়নে’ দায়িত্ব পালন করছিলেন। এর মধ্যে বেন মোশে ছিলেন একটি কম্পানির কমান্ডার। বাকি তিন সেনা ছিলেন ক্যাডেট, যাদের মরণোত্তর লেফটেন্যান্ট পদে উন্নীত করা হয়েছে।
বৃহস্পতিবার ঘোষিত এই চারজন নিহত হওয়ার ঘটনা হলো গাজায় সর্বশেষ ইসরায়েলি সেনা হতাহতের ঘটনা। এর ১০ দিন আগে গাজা সিটির উপকণ্ঠে হামাসের এক হামলায় চার সেনা নিহত হয়েছিল।
এরপর থেকে আইডিএফ (ইসরায়েলি সেনাবাহিনী) চলতি সপ্তাহের শুরুতে গাজা সিটিতে বড় ধরনের স্থল অভিযানে নামে। কয়েক সপ্তাহ প্রস্তুতির পর তারা উত্তর গাজায় অবস্থিত শহরটি দখলে নেওয়ার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে।