যুক্তরাষ্ট্রে যেতে দক্ষ কর্মীদের জন্য বাড়তি ১ লাখ ডলার চাপালেন ট্রাম্প


, আপডেট করা হয়েছে : 20-09-2025

যুক্তরাষ্ট্রে যেতে দক্ষ কর্মীদের জন্য বাড়তি ১ লাখ ডলার চাপালেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রে যেতে বিদেশি দক্ষ কর্মীদের জন্য নির্ধারিত এইচ-১বি ভিসা প্রোগ্রামে অতিরিক্ত ১ লাখ ডলার (৭৪ হাজার পাউন্ড) ফি দিতে হবে বলে একটি নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার এ সংক্রান্ত নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন তিনি। খবর বিবিসির।


প্রোক্লেমেশনে বলা হয়েছে, প্রোগ্রামটির ‘অপব্যবহার’ রোধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং ফি না দিলে প্রবেশাধিকার সীমিত থাকবে।


এখন পর্যন্ত, এই ভিসার জন্য বিভিন্ন প্রশাসনিক ফি বাবদ, মোট এক হাজার পাঁচশ ডলার খরচ করতে হতো।

যুক্তরাষ্ট্রের সমালোচকরা বরাবরই বলে আসছেন, এইচ-১বি ভিসা মার্কিন কর্মীদের চাকরির সুযোগ কমিয়ে দেয়। তবে অনেকে মনে করেন, এই ভিসা যুক্তরাষ্ট্রকে সারা বিশ্ব থেকে মেধাবী জনশক্তি আকৃষ্ট করতে সহায়তা করে। এদের মধ্যে বিলিয়নিয়ার ইলন মাস্কও আছেন।


অন্য এক আদেশে ট্রাম্প নতুন একটি ‘গোল্ড কার্ড’ ভিসা ব্যবস্থা চালু করেছেন, যেখানে দ্রুত ভিসা প্রক্রিয়া সম্পন্ন হবে, তবে এর জন্য প্রাথমিক ফি হবে কমপক্ষে ১ মিলিয়ন পাউন্ড।


শুক্রবার হোয়াইট হাউজের ওভাল অফিসে ট্রাম্পের সঙ্গে যোগ দেন মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক। তিনি বলেন, এইচ-১বি ভিসার জন্য বছরে এক লাখ ডলার দিতে। আর বড় কম্পানিগুলো এতে রাজি আছে।


আমরা তাদের সঙ্গে কথা বলেছি। যদি কাউকে প্রশিক্ষণ দিতে হয়, তবে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর সাম্প্রতিক স্নাতকদের প্রশিক্ষণ দিন। আমেরিকানদের প্রশিক্ষণ দিন। বাইরে থেকে মানুষ এনে আমাদের চাকরি কেড়ে নেওয়া বন্ধ করুন।

২০০৪ সাল থেকে প্রতি বছর এইচ-১বি ভিসার সংখ্যা সর্বোচ্চ ৮৫,০০০-এ সীমাবদ্ধ।


এখন পর্যন্ত এই ভিসার বিভিন্ন প্রশাসনিক ফি মিলিয়ে মোট খরচ ছিল প্রায় ১,৫০০ ডলার।

মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা (ইউএসসিআইএস)–এর তথ্য অনুযায়ী, আগামী অর্থবছরের জন্য এইচ-১বি ভিসার আবেদন কমে দাঁড়িয়েছে প্রায় ৩ লাখ ৫৯ হাজারে; যা গত চার বছরের মধ্যে সর্বনিম্ন।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার