থানায় আসামি থাকছে আলাদা কক্ষে—কথা বলছে মোবাইলে, ওসিকে প্রত্যাহার


, আপডেট করা হয়েছে : 21-09-2025

থানায় আসামি থাকছে আলাদা কক্ষে—কথা বলছে মোবাইলে, ওসিকে প্রত্যাহার

শরীয়তপুরের গোসাইরহাটে আসামিকে থানা হাজতে ঘুমানোর জন্য আলাদা কক্ষে খাট, বিছানা-বালিশ, সিগারেট ও মোবাইল ফোনে কথা বলার সুযোগ করে দেওয়ার অভিযোগ উঠেছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদ আলমের বিরুদ্ধে। এ ঘটনায় তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।  


শনিবার (২০ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) তানভীর হোসেন।


জানা গেছে, সাজাপ্রাপ্ত আসামি লিটন হাওলাদারকে গত ১৬ সেপ্টেম্বর রাতে গ্রেপ্তার করে থানায় আনা হয়। এরপর তাকে হাজতে রাখার পরিবর্তে আলাদা কক্ষে খাট, বালিশ-তোষক দিয়ে আরামদায়ক পরিবেশে রাখা হয়। এমনকি তাকে সিগারেট খাওয়ার ও মোবাইলে কথা বলার সুযোগও দেওয়া হয়। এ ঘটনার বেশ কিছু ছবি বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে।


এ ব্যাপারে জানতে চাইলে অভিযুক্ত ওসি মাকসুদ আলম সাংবাদিকদের বলেন, আসামি অসুস্থতার অজুহাত দিলে তাকে বিশেষ কক্ষে রাখা হয়। তবে ভিআইপি সুবিধা দেওয়ার বিষয়টি তার জানা নেই বলে মন্তব্য করেন তিনি।


অতিরিক্ত পুলিশ সুপার তানভীর হোসেন বলেন, ওসি মাকসুদ আলমকে ক্লোজ করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার