হত্যা মামলায় সাবেক মেয়র আতিকসহ গ্রেপ্তার ৪


, আপডেট করা হয়েছে : 22-09-2025

হত্যা মামলায় সাবেক মেয়র আতিকসহ গ্রেপ্তার ৪

মিরপুর মডেল থানার মাহফুজুর রহমান হত্যা মামলায় উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামসহ চারজনকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। 


আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়ার আদালত শুনানি শেষে তাদের গ্রেপ্তার দেখান। এরপর তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। 


গ্রেপ্তার অন্য আসামিরা হলেন— শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও ডিএমপির মিরপুর বিভাগের সাবেক ডিসি জসিম উদ্দিন মোল্লা।


এদিন তাদের আদালতে হাজির করা হয়। তাদের উপস্থিতিতে গ্রেপ্তার দেখানোর শুনানি শুরু হয়। শুনানি শেষে আদালত তাদের গ্রেপ্তার দেখান। 


এর আগে গত ১৭ সেপ্টেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম তাদের গ্রেপ্তার দেখাতে আবেদন করেন৷ ওইদিন আদালত আসামিদের উপস্থিতিতে শুনানির জন্য ২২ সেপ্টেম্বর দিন ধার্য করেন।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার