২ সন্তানকে হত্যার পর লাশ লুকিয়েছিলেন স্যুটকেসে


, আপডেট করা হয়েছে : 23-09-2025

২ সন্তানকে হত্যার পর লাশ লুকিয়েছিলেন স্যুটকেসে

নিউজিল্যান্ডে দুই সন্তানকে হত্যার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন এক মা। স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, ২০১৮ সালে দুটি স্যুটকেসে থাকা মরদেহ উদ্ধার হয়েছিল। স্যুটকেসগুলো একটি পরিত্যক্ত স্টোরেজ লকারে পাওয়া যায়।


অভিযুক্ত ওই নারীর নাম হাকইয়াং লি।


তিনি সাউথ কোরিয়ার বংশভূত। সেখানে তার জন্ম হলেও হাকইয়াং লি নিউজিল্যান্ডে বসবাস করতেন। দুই সন্তান হত্যার কথা স্বীকার করেছেন লি। তবে মানসিকভাবে অসুস্থ থাকার কারণে এই হত্যার অভিযোগ শুরুতে অস্বীকার করে আসছিলেন তিনি।

পুরো বিচার প্রক্রিয়া চলাকালীন তিনি নিজের পক্ষে নিজেই লড়াই করেন, দুইজন আইনজীবী তাকে সাহায্য করেন।

আদালতে শুনানিতে জানানো হয়েছে, ২০১৮ সালে লি তার আট এবং ছয় বছর বয়সী সন্তানদের ওষুধের ওভারডোজ দিয়ে হত্যা করেন। এরপর তাদের মৃতদেহ প্লাস্টিক ব্যাগে মুড়ে সুটকেসে ভরে রাখেন। তাদের বাবা ২০১৭ সালের শেষের দিকে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান।


২০২২ সালে একটি পরিবার এক অনলাইন নিলামে কেনা স্টোরেজ লকারে শিশুদের মরদেহ দুটি খুঁজে পান। যেখানে স্যুটকেসগুলো রাখা ছিল। লি ২০১৮ সালে দক্ষিণ কোরিয়ায় চলে গিয়েছিলেন। তাকে ২০২২ সালের নভেম্বরে নিউজিল্যান্ডে ফেরত পাঠানো হয় এবং বিচার প্রক্রিয়ার মুখোমুখি হতে হয়।


আদালত রায় দেওয়ার সময় লি মাথা নত করে দাঁড়িয়ে ছিলেন এবং কোনো প্রতিক্রিয়া দেখাননি।


বিচারকরা যখন রায় ঘোষণা করেন, তখনও তার কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি। এদিকে, মামলার শুনানি শেষে প্রসিকিউশন বা ডিফেন্স কোনো পক্ষই মিডিয়ার সঙ্গে কথা বলেননি।

সূত্র : রয়টার্স



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার