শারদীয় দুর্গোৎসব ঘিরে রাজশাহী অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র্যাব। একইসঙ্গে যে কোনো অনাকাঙ্খিত পরিস্থিতি মোকাবেলায় র্যাব রাজশাহীর পর্যাপ্ত সদস্য মোতায়ের রাখা হয়েছে।
মঙ্গলবার দুপুরে রাজশাহীর পুজামন্ডপ পরিদর্শণ ও আইনশৃঙ্খলা বিষয়ক তৎপরতা বিষয়ে নগরীর ধর্মসভা প্রাঙ্গনে এক ব্রিফিংয়ে এসব কথা তুলে ধরেন রাজশাহী র্যাবের (র্যাব-৫) অধিনায়ক লে. কর্ণেল মাসুদ পারভেজ।
তিনি বলেন, দুর্গাপূজায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আগামী ২৬ সেপ্টেম্বর থেকে র্যাবের গোয়েন্দা নজরদারি বৃদ্ধির পাশাপাশি রোবাষ্ট পেট্রোলিং কার্যক্রম আগামী ৩ অক্টোবর পর্যন্ত চলমান থাকবে। নিরাপত্তা জোরদার করতে রাজশাহী, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও জয়পুরহাট এলাকায় পর্যাপ্ত সংখ্যক র্যাব সদস্য মোতায়েন থাকবে। পূজা মন্ডপসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে স্যুইপিং পরিচালনার জন্য বোম্ব ডিসপোজাল ইউনিট ও যে কোন উদ্ভুত পরিস্থিতি মোকাবেলায় র্যাব স্পেশাল ফোর্সের স্ট্রাইকিং টিম সার্বক্ষণিকভাবে প্রস্তত রয়েছে।
ব্রিফিংয়ে বলা হয়, র্যাব-৫’র কোম্পানী কমান্ডাররা স্থানীয় পূজা কমিটি, জনপ্রতিনিধি ও অন্যান্য আইনশৃংখলা বাহিনীর সাথে সমন্বয় রাখছে। নাশকতাসহ যেকোন উদ্ভুত পরিস্থিতি মোকাবেলায় পর্যাপ্ত টহল মোতায়েন ও সাদা পোশাকে রাজশাহী নগর ছাড়াও দায়িত্বপূর্ণ জেলা শহর ও উপজেলা পর্যায়ে চেকপোষ্ট স্থাপন করা হয়েছে। যেকোন পরিস্থিতি মোকাবেলায় সার্বক্ষণিক প্রয়োজনীয় সংখ্যক ফোর্স রিজার্ভ রাখা হয়েছে বলেও জানানো হয়। ব্রিফিংয়ে বলা হয়, ভার্চুয়াল জগতে যেকোন ধরণের গুজব, উস্কানিমূলক তথ্য ও মিথ্যা তথ্য ছড়ানো প্রতিরোধে র্যাব সাইবার মনিটরিং টীম অনলাইনে সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রাখছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ পূজামন্ডপসমূহের সিসিটিভি ক্যামেরার মাধ্যমেও মনিটরিং করা হচ্ছে।
রাজশাহী র্যাবের অধিনয়ক পূজা মন্ডপের নিরাপত্তা রক্ষায় দায়িত্বরত র্যাব সদস্যদেরকে সহায়তা করার অনুরোধ জানিয়েছেন।