দারুণ জয়ে এশিয়া কাপের সুপার ফোর শুরু করেছে বাংলাদেশ। শ্রীলঙ্কাকে হারানো বাংলাদেশের প্রতিপক্ষ এবার ভারত। আগামীকাল দুবাইয়ে লঙ্কানদের মতো ভারতকেও হারের তিক্ত স্বাদ দিতে চান কোচ ফিল সিমন্স।
শেষ চারের দ্বিতীয় ম্যাচকে সামনে রেখে আজ ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এমনটিই জানিয়েছেন সিমন্স।
তিনি বলেছেন, ‘সব দলেরই ভারতকে হারানোর সামর্থ্য আছে। খেলাটা হয় নির্দিষ্ট দিনে। ভারত আগে কী করেছে সেটা এখন মুখ্য বিষয় নয়। বুধবার তারা কী করে সেটাই দেখার বিষয়।
সাড়ে তিন ঘণ্টার ওপর সবকিছু নির্ভর করে। যতটা সম্ভব চেষ্টা করব নিজেদের সেরাটা খেলতে। পাশাপাশি ভারতকে ভুল করতে বাধ্য করা। এভাবেই ম্যাচ জিততে পারি।
’
সবমিলিয়ে এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন ভারত। সঙ্গে ট্রফি ধরে রাখার মিশনেও এখন পর্যন্ত অপরাজিত সূর্যকুমার যাদব-হার্দিক পান্ডিয়ারা। তাদের হারানো তাই সহজ নয়। তবে প্রতিপক্ষকে হারানোর আত্মবিশ্বাস বাংলাদেশের আছে বলে জানিয়েছেন সিমন্স। তিনি বলেছেন, ‘বিশ্বাস অবশ্যই থাকতে হবে।
আজ যখন আলোচনা করেছি তখন আমরা বিশ্বাস রাখছি আমাদের সেই সুযোগ আছে। ম্যাচে ছন্দ পেলেই সেটা ধরে রাখতে হবে। সুযোগ কাজে লাগাতে হবে। তাহলেই ভারতের বিপক্ষে জয়ের সম্ভাবনা থাকবে।’
সাম্প্রতিক সময়ে ভারত-পাকিস্তান ম্যাচ একপেশে হলেও বাংলাদেশ-ভারত ম্যাচ বেশ জমে। জয়ের পাল্লা ভারতেরই বেশি হলেও ম্যাচে উত্তেজনা ঠিকই পাওয়া যায়। প্রতিপক্ষের বিপক্ষে রোমাঞ্চটা উপভোগ করতে চান সিমন্স। বাংলাদেশি কোচ বলেছেন, ‘প্রতিটি ম্যাচেই রোমাঞ্চ থাকে। বিশেষ করে ভারতের ম্যাচে সব সময়ই থাকে। কারণ বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি দল তারা। স্বাভাবিকভাবেই উত্তেজনা থাকবে। আমরা এভাবেই ম্যাচে নামতে চাই যেন খেলাটা উপভোগ করতে পারি। আর এটা করতে পারলেই আমরা সেরাটা দিতে পারব।’