রাশিয়াকে ‘কাগজের বাঘ’ বললেন ট্রাম্প, পাল্টা জবাব মস্কোর


, আপডেট করা হয়েছে : 24-09-2025

রাশিয়াকে ‘কাগজের বাঘ’ বললেন ট্রাম্প, পাল্টা জবাব মস্কোর

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়া তিন বছরেরও বেশি সময় ধরে এমন একটি যুদ্ধ লড়ছে, যা এক সপ্তাহেরও কম সময়ে জয় করা উচিত ছিল। এটি রাশিয়ার জন্য কোনো সম্মানের বিষয় নয়। বরং এটি তাদেরকে 'কাগুজে বাঘ' হিসেবে প্রমাণ করছে।


ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে এক বৈঠক শেষে তিনি কড়া ভাষায় বিবৃতি দিয়েছেন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নিজের ট্রুথ সোস্যলে লিখেছেন, 'আমি মনে করি, ইউরোপীয় ইউনিয়নের সমর্থনে ইউক্রেন লড়াই করে তাদের পুরো দেশটি আসল রূপে ফিরিয়ে আনতে সক্ষম।'


তিনি বলেন, 'সময়, ধৈর্য এবং ইউরোপ - বিশেষ করে ন্যাটোর আর্থিক সহায়তার মাধ্যমে যুদ্ধ শুরুর আগের সীমানা পুনরুদ্ধার করা খুবই সম্ভব। কেন সম্ভব নয়?'


ট্রাম্প আরও বলেন, যুদ্ধের অর্থনীতির কারণে রাশিয়ার অর্থের বেশিরভাগই ইউক্রেনের বিরুদ্ধে লড়াইয়ে ব্যয় হচ্ছে। আর ইউক্রেনের মনোবল অসাধারণ এবং ক্রমশ উন্নত হচ্ছে। তারা তাদের দেশকে আগের রূপে ফিরিয়ে আনতে পারবে, এমনকি হয়তো তার চেয়েও বেশি কিছু অর্জন করতে পারবে!


তিনি বলেন, পুতিন এবং রাশিয়া বড় অর্থনৈতিক সমস্যায় রয়েছে। এখনই ইউক্রেনের পদক্ষেপ নেওয়ার সময়। যাই হোক, আমি উভয় দেশের জন্য শুভকামনা জানাই। আমরা ন্যাটোর জন্য অস্ত্র সরবরাহ অব্যাহত রাখব, যাতে ন্যাটো তাদের ইচ্ছামতো ব্যবহার করতে পারে। সবাইকে শুভকামনা!


মস্কোর পাল্টা জবাব


ট্রাম্পের মন্তব্যের একদিন পর বুধবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ট্রাম্প জেলেনস্কির দৃষ্টিকোণ থেকে কী ঘটছে তা শুনেছেন। এই মুহুর্তে তার সেই মূল্যায়নই আমরা শুনেছি।আমরা তার সমস্ত কথার সঙ্গে একমত হতে পারি না।


'যুদ্ধে ইউক্রেন জিততে পারে' - এমন পরামর্শ প্রত্যাখ্যান করে তিনি বলেন, আমাদের জাতীয় স্বার্থ নিশ্চিত করার জন্য আমরা আমাদের বিশেষ সামরিক অভিযান চালিয়ে যাচ্ছি... আমরা দেশের বর্তমান এবং ভবিষ্যতের জন্য এটি করছি। আগামী বহু প্রজন্মের জন্য। আমাদের কাছে এর কোন বিকল্প নেই।


পেসকভ ট্রাম্পের 'বাঘ নয়' মন্তব্যের জবাবে বলেন, রাশিয়া খুব একটা বাঘের মতো নয়। রাশিয়াকে প্রায়শই ভাল্লুকের সঙ্গে যুক্ত করা হয়...। আর 'কাগজের ভাল্লুক' বলে কিছু নেই, রাশিয়া আসলে একটি 'সত্যিকারের ভাল্লুক'। পুতিন আমাদের ভাল্লুককে অনেকবার এবং বিভিন্ন সুরে বর্ণনা করেছেন, এর মধ্যে কাগজের মতো কিছু নেই...।


মস্কোর ওপর চাপ সৃষ্টির লক্ষ্যে ট্রাম্প রাশিয়ান তেল কেনা বন্ধ করার আহ্বান জানিয়েছেন। পেসকভ এই ধারণাটি প্রত্যাখ্যান করে বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট একজন প্রাক্তন ব্যবসায়ী, তিনি তাদের জ্বালানি বিক্রি বাড়ানোর চেষ্টা করছেন।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার