বাউফল ভূমি অফিসে কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল


, আপডেট করা হয়েছে : 25-09-2025

বাউফল ভূমি অফিসে কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল

পটুয়াখালীর বাউফল উপজেলা ভূমি অফিসে এক কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) কালাইয়া ইউনিয়ন ভূমি অফিসে উপসহকারী ভূমি অফিসার তরিকুল ইসলামের ঘুষ গ্রহণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।


এর আগেও উপজেলার ভূমি অফিসের কর্মকর্তাদের ঘুষ গ্রহণের একাধিক ভিডিও ভাইরাল হলেও অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি।


ভাইরাল হওয়া ভিডিওতে ভুক্তভোগী মহসিন পঞ্চায়েতের অভিযোগ, ঘুষ ছাড়া কাজ করেন না তরিকুল ইসলাম।


ঘুষ না দিয়ে বাইরে থেকে খাজনা দিলে নানা জটিলতায় ফেলা হয় সুবিধাভোগীদের। প্রতি খতিয়ানে ১৫০০ টাকা ঘুষ আদায় করেন অভিযুক্ত। মহসিন পঞ্চায়েতের ৪টি খতিয়ানের জন্য দাবি করা ৬ হাজার টাকার ১৫০০ টাকা অগ্রীম গ্রহণ করেছেন অভিযুক্ত কর্মকর্তা, যার ভিডিও ভাইরাল হয়েছে। 

এ বিষয়ে জানতে অভিযুক্ত কালাইয়া ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা তরিকুল ইসলামের মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তার সাড়া পাওয়া যায়নি।


বাউফলের উপজেলা সহকারী ভূমি কমিশনার (ভূমি) সোহাগ মিলু বলেন, লিখিত অভিযোগ পেলে  আমি ব্যবস্থা নেব।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার